• facebook
  • twitter
Saturday, 16 August, 2025

‘বেঙ্গল ফাইলস’ দেখে বাঙালির দৃঢ়তা টলবে না, দেশ বাঁচাও গণমঞ্চে সরব বুদ্ধিজীবীরা

তাঁদের বক্তব্য, বিজেপির বাংলায় অনৈতিক একচ্ছত্র রাজত্ব স্থাপনের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তা কোনও দিন বাস্তবে পরিণত হবে না।

নিজস্ব চিত্র

বিধানসভা ভোটের আগে বিবেক অগ্নিহোত্রীর নতুন প্রোপাগাণ্ডা ফিল্ম ‘বেঙ্গল ফাইলস’ নিয়ে সরব হল দেশ বাঁচাও মঞ্চ। শুক্রবার প্রেস ক্লাবে দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যদের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার বিশিষ্ট বুদ্ধিজীবীরা। চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, সাহিত্যিক অভিরূপ সরকার, সাহিত্যিক আবুল বাশার, ডাক্তার এবং বৈজ্ঞানিক ড. শান্তিরঞ্জন দাশগুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী সি কে ধানুকা, প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরীর মতো সম্মানীয় ব্যক্তিত্বরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন শ্রম মন্ত্রী পূর্ণেন্দু বসুও। এদিনের সাংবাদিক বৈঠকে তাঁরা ইঙ্গিত করেছেন রাজ্যের বিরোধী দল বিজেপির দিকে। তাঁদের বক্তব্য, বিজেপির বাংলায় অনৈতিক একচ্ছত্র রাজত্ব স্থাপনের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তা কোনও দিন বাস্তবে পরিণত হবে না।

তাঁদের অভিযোগ, বিজেপি এবং আরএসএস প্ররোচনামূলক রাজনীতির মাধ্যমে বাংলায় ক্রমাগত দাঙ্গা লাগানোর চেষ্টা করে যাচ্ছে। তাঁদের মদতপুষ্ট পরিচালক বিবেক অগ্নিহোত্রী ‘বেঙ্গল ফাইলস’ সিনেমা তৈরি করেছেন বাংলার ইতিহাসকে বিকৃত করে। এমনকি তাঁরই পরিচালিত ‘কাশ্মীর ফাইলস’ও একটি ‘প্রোপাগাণ্ডা’ সিনেমা। সেটিকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বত্র প্রোমোট করেছিলেন রাজনীতির আসরে সফলতা পাওয়ার উদ্দেশ্যে।