• facebook
  • twitter
Monday, 15 December, 2025

যুবভারতীর ঘটনায় পৃথক তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে

যুবভারতীর ঘটনায় তদন্তের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে কমিটি গঠন করে দিয়েছে, তাকে চ্যালেঞ্জ করে সোমবার জোড়়া জনস্বার্থ মামলা দায়ের করা হয়

ফাইল চিত্র

যুবভারতীর ঘটনার জল গড়াল আদালতে। স্টেডিয়ামে ঘটে যাওয়া অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। যুবভারতীর ঘটনায় তদন্তের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে কমিটি গঠন করে দিয়েছে, তাকে চ্যালেঞ্জ করে সোমবার জোড়়া জনস্বার্থ মামলা দায়ের করা হয়। রাজ্যের গড়া কমিটির তদন্ত করার ক্ষমতা নেই বলে জানিয়েছে মামলাকারীরা। সঠিক তদন্তের জন্য পৃথক কমিটি প্রয়োজন। চলতি সপ্তাহেই এই মামলা দু’টির শুনানির সম্ভাবনা রয়েছে।

যুবভারতীর তাণ্ডবের ঘটনা মুখ্যমন্ত্রী যে কমিটি গড়েছেন তার মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়।এ ছাড়াও, কমিটিতে আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীরা। এই কমিটির ক্ষমতাকে চ্যালেঞ্জ করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি পৃথক ভাবে আকর্ষণ করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ও। উভয়েরই বক্তব্য, রাজ্যের গঠিত কমিটি সঠিক তদন্ত করতে পারবে না। তাই পৃথক তদন্ত কমিটি গঠন করুক আদালত। শুভেন্দু আদালতের নজরদারিতে তদন্ত চেয়েছেন। উভয় মামলার অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Advertisement

পরে আরও একটি মামলা করা হয়েছে। মামলাকারীর নাম মৈনাক ঘোষাল। আদালতের নজরদারিতে তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দর্শকদের টিকিটের অর্থ ফেরত দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। আর্থিক তছরুপের কথা উল্লেখ করে ইডি ও সিবিআইয়ের তদন্তের আবেদন জানিয়েছেন মামলাকারী। স্টেডিয়ামের ক্ষয়ক্ষতির অর্থও আয়োজক সংস্থাকে দিতে হবে বলে দাবি করা হয়েছে।

গত শনিবার যুবভারতীতে মাত্র ২০ মিনিট থেকে বেরিয়ে যান ফুটবল যুবরাজ লিওনেল মেসি। তাঁকে দেখতে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন ভক্তরা। চূড়ান্ত বিশৃঙ্খলার কারণে নিরাপত্তারক্ষীরা মেসিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। দর্শকরা কেউ মেসিকে দেখতে পাইনি বলে অভিযোগ উঠে। এর পরেই ক্রোধে উন্মত্ত জনতা তাণ্ডব চালায় স্টেডিয়াম জুড়ে।

মাঠে ছো়ঁড়া হয় বোতল, ভাঙা হয় চেয়ার। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটির সদস্যেরা রবিবার সকালে যুবভারতীতে গিয়েছিলেন। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা। গ্যালারি এবং মাঠের বেশ কিছু অংশ পর্যবেক্ষণ করেন এবং ভিডিয়োগ্রাফিও করা হয়েছে। স্টেডিয়ামে দীর্ঘক্ষণ বৈঠকও করেন কমিটির সদস্যেরা।

 

Advertisement