• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

বন্ধ হয়ে গেল ভাটপাড়ার অকল্যান্ড জুটমিল

বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার জগদ্দলের ভাটপাড়ার অকল্যান্ড জুটমিল। মালিক-শ্রমিক দ্বন্দ্বের কারণেই বন্ধ হয়ে গেল জুটমিলটি।

বন্ধ হয়ে গেল জগদ্দলের ভাটপাড়ার অকল্যান্ড জুটমিল। মালিক-শ্রমিক দ্বন্দ্বের কারণেই বন্ধ হয়ে গেল জুটমিলটি। মিল কর্তৃপক্ষের একজনকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এক শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। তারপর থেকেই মিলটি বন্ধ হয়ে গিয়েছে বলে জানান জুটমিলের এক শ্রমিক।

বেশ কিছুদিন ধরেই ওই মিলে মালিকপক্ষের সঙ্গে গন্ডগোল হচ্ছিল শ্রমিকদের একাংশের। শনিবার সকালেও আচমকা ওই মিল কর্তৃপক্ষের একজন শংকর তরফদারকে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে এক শ্রমিক সংগঠনের একাংশের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাঁকে কাছের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পুলিশে অভিযোগ করলে, পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে।

বেলা হলে শ্রমিকেরা কাজ করতে এলে, তাঁদের বলা হ্জু‌ টমিল বন্ধ হয়ে গিয়েছে। শ্রমিকদের একাংশ বলেন, মারধর হওয়ার জেরেই বন্ধ হয়ে গিয়েছে জুটমিলটি। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই প্রসঙ্গে বলেছেন, জুট শিল্প পুরোপুরি শেষ করে দিতে চাইছে এই সরকার। তাই প্রত্যেকটা মিলে জুলুমবাজি চালাচ্ছে তৃণমূলের নেতা-কর্মীরা। টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরেই মিলের সাহেবকে মারধর করা হয়েছে। পুলিশ কোনও কাজ করছে না।