• facebook
  • twitter
Wednesday, 9 July, 2025

ভাটপাড়ায় বাড়ি ভেঙে একজনের মৃত্যু

বাড়ি ভেঙে মৃত্যু হল এক যুবতীর। আহত হয়েছেন এক যুবক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ঘটনা।

বাড়ি ভেঙে মৃত্যু হল এক যুবতীর। আহত হয়েছেন এক যুবক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রুস্তম গুমটি এলাকার ঘটনা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুস্তম গুমটি এলাকার ওই বাড়িটি বেশ কয়েকদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। মঙ্গলবার সকালে আচমকায় বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিকট আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। তাঁরাই যুবতীর দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠান। চিকিৎসকরা ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃত যুবতীর নাম খুশবু। তাঁর বয়স ২৩ বছর। বাড়িটি ভেঙে পড়ার সময় ভেতরে ছিলেন তিনি। ধ্বংসস্তূপের মধ্যে থেকে তাঁর দেহ উদ্ধার হয়।