• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভাটপাড়ায় বিসর্জনের আগেই প্রতিমার সোনার গয়না চুরি

বিসর্জনের আগেই প্রতিমার গা থেকে চুরি গেল সোনাল গয়না। শুক্রবারের ভোরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ভাটপাড়ায়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিসর্জনের আগে প্রতিমার গা থেকে চুরি গেল সোনার গয়না। শুক্রবারের ভোরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ভাটপাড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় ৫ লক্ষ টাকার গয়না চুরি হয়েছে। পুলিশের অনুমান, পাড়ার মধ্যের কেউ এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকলেও থাকতে পারেন।

স্থানীয় সূত্রে খবর, ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সুটিয়া পাড়ায় শুক্রবার, একাদশীর দিন দুর্গা প্রতিমার বিসর্জনের কথা ছিল। আচমকা পুজোর কর্মকর্তারা দেখতে পান, প্রতিমার গায়ে ভক্তদের দেওয়া কোনও গয়নাই নেই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

Advertisement

স্থানীয় বাসিন্দা হেমন্ত সাউ জানান, দেবীর গলার হার, মাথার টিকলি, কোমর বন্ধনী, হাতের বালা-সহ আরও অনেক কিছুই চুরি গিয়েছে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বহু বছরের এই পুজোয় দেবী দুর্গার কাছে মানত করেন অনেকে। দেবীর কাছে বহু মানুষ মানত করেন। মনস্কামনা পূরণ হলে ভক্তরা মাকে সোনা বা রুপো দিয়ে থাকেন।

Advertisement

Advertisement