বিধানসভায় দু’ঘণ্টা আলোচনার পর ধ্বনিভোটে প্রস্তাবটি পাশ হয়। প্রস্তাব সমর্থন করেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সিঙ্ঘভি, বিজেপি বিধায়ক অমিত ঠক্কর, ধবলসিন জালা এবং মনীষা ভাকিল। পরে সিঙ্ঘভি বলেন, ‘‘এই তথ্যচিত্রটি শুধু প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে নয়, ১৩৫ কোটি ভারতীয়েরও বিরোধী।’’ প্রস্তাব পেশের সময় বিজেপি বিধায়ক বিপুল পটেল দাবি করেন, ভারত এবং ভারত সরকারের বিরুদ্ধে বিবিসির গোপন উদ্দেশ্য রয়েছে।
গুজরাত বিধানসভায় শুক্রবার কংগ্রেস বিধায়করা ওয়াকআউট করেন। যে সময় এই প্রস্তাবটি পাশ করানো হচ্ছিল, তখন অধিবেশন কক্ষে কোনও বিরোধী বিধায়ক উপস্থিত ছিলেন না।