• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সরকারি চাকরিতে মহিলাদের ৩৫ শতাংশ সংরক্ষণের প্রস্তাব পাশ মধ্যপ্রদেশে

সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণের প্রস্তাব পাশ হল মধ্যপ্রদেশে। দীপাবলির পরে মধ্যপ্রদেশে মোহন যাদব সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে সরকারি চাকরিতে মহিলাদের ৩৫ শতাংশ সংরক্ষণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা। 

সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণের প্রস্তাব পাশ হল মধ্যপ্রদেশে। দীপাবলির পরে মধ্যপ্রদেশে মোহন যাদব সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে সরকারি চাকরিতে মহিলাদের ৩৫ শতাংশ সংরক্ষণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা। 

 
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন মধ্যপ্রদেশের সিভিল সার্ভিসে মহিলারা ৩৫ শতাংশ সংরক্ষণ পাবেন, যা আগে ছিল ৩৩ শতাংশ। মধ্যপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তকে কর্মসংস্থানের সুযোগ এবং নারীর ক্ষমতায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য, জ্বালানি, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
 
মধ্যপ্রদেশের মেডিক্যাল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের বয়সসীমা ৫০ বছর করা হয়েছে , যা আগে ছিল ৪০ বছর। এই পরিবর্তন যোগ্য প্রার্থীদের আরও সুযোগ দেবে এবং চিকিৎসা ও শিক্ষা খাতে কর্মীর অভাব দূর করবে।    

Advertisement

Advertisement