ছয় পূর্ণ না হলে প্রথম শ্রেণিতে না, কেন্দ্রের কড়া নির্দেশ 

Written by SNS February 22, 2023 6:10 pm
দিল্লি, ২২ ফেব্রুয়ারি– প্রথম শ্রেণীতে ভর্তির বয়েস নিয়ে যে বাক-বিতন্ডা শুরু হয়েছিল, তাতে বিরাম লাগল কেন্দ্র।বুধবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে নির্দেশ জারি করে বলা হয়েছে, প্রথম শ্রেণীতে ভর্তির জন্য ৬ বছর পার করতেই হবে। তা না হলে, ক্লাস ওয়ানে ভর্তি নিতে পারবে না স্কুলগুলি।
জানা গেছে, এ বিষয়ে দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অনুরোধ করা হয়েছে, প্রথম শ্রেণির আগে ২ বছরের প্রি-স্কুল এডুকেশন কোর্স শুরু করার।

এত দিন সর্বনিম্ন পাঁচ বছর বয়সেই শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারত। কিন্তু এই শিক্ষাবর্ষ থেকে তাতে পরিবর্তন আসছে। বয়স ন্যূনতম ছ’বছর না হলে কোনও শিশু প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে না। অর্থাৎ প্রথম শ্রেণিতে ভর্তির জন্য একটি শিশুর বয়স হতে হবে কমপক্ষে ছয় বছর এক দিন। সরকারি-বেসরকারি সব স্কুলে ভর্তির ক্ষেত্রেই এই বয়সসীমা প্রযোজ্য হবে।