ডিএ মামলার শুনানি পিছিয়ে ২৪ এপ্রিল

Written by SNS April 11, 2023 5:25 pm

দিল্লি, ১১ এপ্রিল– শীর্ষ আদালতে আবারও পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আগামী ২৪ এপ্রিল পরবর্তী শুনানি হবে বলে সূত্রের খবর। এদিন বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি শুরু হওয়ার পরই তাঁরা স্থগিত করে দেন। পরবর্তী শুনানির দিনক্ষণ জানান। ফলে বকেয়া আদায়ে সবুজ সংকেত মিলল কি না, তার জন্য আরও ২ সপ্তাহ অপেক্ষা করতে হবে ডিএ আন্দোলনকারীদের। 

এদিকে, এবারের সফরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সুযোগ পেলেন না ডিএ আন্দোলনকারীরা। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করা নিয়ে আশা উজ্জ্বল হলেও পরে তা বাতিল হয়েছে। তাই তাঁকে ইমেল করে নিজেদের দাবিদাওয়া জানান আন্দোলনকারীরা। পরবর্তীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সময় চেয়ে দেখা করবেন বলে জানিয়েছেন তাঁরা। 

ডিএ আন্দোলনের মূল উদ্যোক্তা সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কনভেনার ভাস্কর ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ”রাষ্ট্রপতির অফিস থেকে জানানো হয়েছে, তাঁর ব্যস্ত শিডিউল রয়েছে। তাই এখনই আমাদের সময় দিতে পারবেন না। তবে আগামী সপ্তাহে উনি সময় দেবেন। তখন আমরা দেখা করব। এছাড়া উপরাষ্ট্রপতি ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা আছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই মঞ্চে আসবেন বলে জানি। এছাড়া দিল্লিতে এসে আমরা অনেকের সমর্থন পেলাম। আন্দোলন আরও চলবে।”