করোনা আক্রান্ত খোদ বিজেপি কাউন্সিলর

Written by Sunita Das December 21, 2023 5:15 pm

রাজ্যগুলিকে চরম সতর্কবার্তা স্বাস্থ্যমন্ত্রকের
লখনউ, ২১ ডিসেম্বর- ফের উর্ধ্বমূখী করোনা গ্রাফ৷ বাড়তে থাকা সংক্রমণ নিয়ে রীতিমতো চিন্তায় স্বাস্থ্যবিদরা৷ কোভিড-১৯-এর নয়া ভেরিয়েন্ট জেএন.১ নিয়ে ক্রমে উদ্বেগ বাড়ছে৷ দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেডে় হয়েছে ২,৬৬৯৷ এর মধ্যেই চিন্তার খবর বাড়িয়ে উত্তর প্রদেশের গাজিয়াবাদে ফের নতুন করে কোভিড সংক্রমণের খবর এল৷ করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন বিজেপি কাউন্সিলর অমিত ত্যাগী৷ করোনার নয়া রূপভেদের আবির্ভাবের পর, দেশের বিভিন্ন অঞ্চলেই ফের কোভিড সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করেছে৷ গাজিয়াবাদের ঘটনা বিজ্ঞানীদের উদ্বেগ আরও বাড়াল৷
অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইতিমধ্যে রাজ্যগুলিকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল৷ এ ব্যাপারে বুধবার রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্যসচিব৷ সেখানে করোনা আক্রান্তদের আরটিপিসিআর টেস্টের ওপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, এ ব্যাপারে কলকাতা এবং জেলার হাসপাতালগুলিকে বাড়তি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে৷ এই মুহূর্তে রাজ্যে সেভাবে করোনার বিশেষ বাড়বাড়ন্তের ঘটনা না ঘটলেও আপৎকালীন পরিস্থিতির কথা বিবেচনা করে কলকাতা এবং জেলার হাসপাতালগুলিতে কিছু বেড কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে৷এর পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা৷ তা হল কোভিড সংক্রমণকে সাধারণ ঠান্ডা লাগা বলে ভুল করা৷ এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, অনেকেই সাধারণ ঠান্ডা ভেবে কোভিডকে অবহেলা করছেন৷ কিন্ত্ত শরীরে অন্য রোগ থাকলে কোভিড ভয়াবহ হয়ে উঠছে৷ তখন হাসপাতালে ভর্তি হতে হচ্ছে৷ এমনকি কোভিড হয়ে হৃদরোগ সহ একাধিক শারীরিক সমস্যাও হতে পারে বলে জানিয়েছেন তিনি৷ দেশের কোভিড পরিস্থিতির উদাহরণ তুলে এ বিষয়ে রাজীব বলেছেন, “নভেম্বরের আগে অবধি ইনফ্লুয়েঞ্জা ধরনের অসুস্থতার এক শতাংশ কোভিড আক্রান্ত ছিল৷ অনেক সময় তা প্রায় শূন্যের কাছে পৌঁছে গিয়েছিল৷ কিন্ত্ত নভেম্বরের শেষ থেকে তা বদলেছে৷ ডিসেম্বরে ওই ধরনের অসুস্থদের মধ্যে ৯ শতাংশ কোভিড আক্রান্ত৷
ওমিক্রনের মতোই ভয়ঙ্কর গতিতে সংক্রামিত হয় কোভিডের এই নয়া রুপটি৷ তাই, নিশ্চিন্ত থাকার উপায় আর নেই৷ জানা গিয়েছে, বিজেপি কাউন্সিলর অমিত ত্যাগী গাজিয়াবাদের শাস্ত্রী নগর এলাকার বাসিন্দা৷ তাঁর পরিবার সম্প্রতি দুবাই থেকে ফিরেছিল৷ সন্দেহ করা হচ্ছে, সম্ভবত বাইরে থেকেই তাঁরা কোভিড আক্রান্ত হয়েছেন৷ অমিত ত্যাগী কোভিড পিজিটিভ শনাক্ত হওয়ার পর, এখন তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরও কোভিড পরীক্ষা করা হবে৷ অমিত ত্যাগী করোনার নয়া রুপভেদেই আক্রান্ত কিনা, তা জানার জন্য উত্তর প্রদেশ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য আইসিএমআর-এর ল্যাবে পাঠানো হবে৷
বুধবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে কোভিড-১৯-এর সাব-ভেরিয়েন্ট জেএন.১-এর মোট ২১টি ঘটনার কথা জানা গিয়েছে৷ শুধু গোয়াতেই এই নয়া রূপভেদে আক্রান্তের সংখ্যা ১৯৷ বাকি দুজন কেরল এবং মহারাষ্ট্রের৷ গত কয়েক সপ্তাহে গোটা বিশ্বে সবথেকে দ্রুত ছডি়য়ে পড়ছে ওমিক্রনের সহোদর এই নয়া রূপভেদ৷ এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে, এই নয়া স্ট্রেনটি মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে৷ তবে, বিশ্বব্যাপী ফের জনস্বাস্থ্যগত বিপর্যয় নেমে আসার ঝুঁকি কম বলেই এখনও পর্যন্ত মনে করছে রাষ্ট্রপুঞ্জের এই সংস্থা৷
ইতিমধ্যেই চিন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি দেশে এইনয়া রূপভেদ ছডি়য়ে পডে়ছে৷ দক্ষিণ কোরিয়ায় ফের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ এর মধ্যে, কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে৷ সামনেই ক্রিসমাস৷ বহু মানুষই ছুটি কাটাতে রাস্তায় বের হবেন৷ এর মধ্যে ফের করোনার বিপদ নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ তাই নতুন করে স্বাস্থ্যবিধি চালু করে, করোনা সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্র৷ নিয়ে যে সকল রোগীদের শ্বাসযন্ত্রের সমস্যা দেখা যাচ্ছে, তাদের পর্যবেক্ষণে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে৷