কোভিড নিয়ে আতঙ্কিত হবেন না, সোমবার সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে সোমবার নবান্নে বিভিন্ন দপ্তরকে নিয়ে প্রস্তুতি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন, পরিস্থিতি এখনও খুব খারাপ হয়নি। সেই কারণে সরকার এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। তবে পরবর্তীকালে এ রকম কোনও পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলা করতে রাজ্য তৈরি আছে। খরচ এড়াতে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য রাজ্যবাসীর কাছে অনুরোধ করেন মমতা।
সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব সহ প্রশাসনিক কর্তারা। ছিলেন স্বাস্থ্য আধিকারিকদের মধ্যে সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক যোগীরাজ রায়ও। তিনি জানান, করোনার সাম্প্রতিক ভ্যারিয়েন্টটি নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। করোনা ভাইরাসের শেষ বড় ঢেউটি হয়েছিল ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য। সেটিই একটু পাল্টে নতুন ভ্যারিয়েন্টটি এসেছে। এটি ওমিক্রনেরই একটি সাব-ভ্যারিয়েন্ট। যদিও এটিকে ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন’ হিসেবে এখনও উল্লেখ করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের শরীরে সাধারণ সর্দি-কাশি-জ্বরের মতো উপসর্গ দেখা দিচ্ছে। দ্রুত করোনার এই ঢেউ চলে যাবে বলে আশা প্রকাশ করেছেন যোগীরাজ।
সাংবাদিক বৈঠকে মমতা জানিয়েছেন, ভারতে ১৩০ কোটি মানুষ বাস করে। তার মধ্যে হাতে গুনে কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। তাই কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে সতর্ক থাকতে হবে। বর্তমানে রাজ্যজুড়ে স্বাভাবিক অবস্থাই বজায় থাকবে। যাঁদের কোনও জটিল রোগ (কোমর্বিডিটি), ফুসফুস বা হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তাঁদের সতর্ক করে দেন মমতা। পাশাপাশি বয়স্কদেরও সাবধান থাকার অনুরোধ করেন। মমতা আরও জানিয়েছেন, অনেক সময় সর্দিকাশি হলে বুকে কফ জমলেও শ্বাসকষ্ট হয়। সেক্ষেত্রে ডাক্তার দেখানোর পরামর্শ দেন তিনি।
রাজ্যবাসীকে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অকারণে টাকা খরচ আটকাতে রাজ্যের মানুষকে এই অনুরোধ জানিয়েছেন তিনি। তাঁর মতে, বর্তমানে সরকারি হাসপাতালে সব রকমের চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। তাই বেসরকারি হাসপাতালে অহেতুক খরচ আটকাতে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা আশাবাদী, করোনার এই ঢেউ ফের মহামারীর আকার ধারণ করবে না। কিন্তু তা যদি হয় সেক্ষেত্রে রাজ্য প্রস্তুত রয়েছে। এই সংক্রান্ত প্রস্তুতি নিয়েই সোমবারের বৈঠক আয়োজিত হয়েছে।