• facebook
  • twitter
Friday, 6 December, 2024

দিল্লি-জয়পুর হাইওয়েতে দুর্ঘটনায় কমপক্ষে ৪ জনের মৃত্যু

দিল্লি, ১১ নভেম্বর – দিল্লি-জয়পুর হাইওয়েতে শুক্রবার রাতে দুর্ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু  হয়৷ গাডি় এবং পিকআপ ভ্যানে ধাক্কা লাগে তেলের ট্যাঙ্কারের৷ গুরুগ্রামের সিধরাওয়ালি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জয়পুরের দিক থেকে তেলের ট্যাঙ্কারটি আসছিল৷ ডিভাইডার ভেঙে গাডি়তে ধাক্কা মারে ট্যাঙ্কারটি৷ ওই গাডি়তে সিএনজি সিলিন্ডার রাখা ছিল৷ সংঘর্ষের জেরে গাডি়টিতে আগুন লেগে

দিল্লি, ১১ নভেম্বর – দিল্লি-জয়পুর হাইওয়েতে শুক্রবার রাতে দুর্ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু  হয়৷ গাডি় এবং পিকআপ ভ্যানে ধাক্কা লাগে তেলের ট্যাঙ্কারের৷ গুরুগ্রামের সিধরাওয়ালি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জয়পুরের দিক থেকে তেলের ট্যাঙ্কারটি আসছিল৷ ডিভাইডার ভেঙে গাডি়তে ধাক্কা মারে ট্যাঙ্কারটি৷ ওই গাডি়তে সিএনজি সিলিন্ডার রাখা ছিল৷ সংঘর্ষের জেরে গাডি়টিতে আগুন লেগে যায়৷ গাডি়তে থাকা তিন জনের মৃত্যু  হয়েছে৷

গাডি়টিতে ধাক্কা মারার পর পিকআপ ভ্যানেও ধাক্কা মারে ট্যাঙ্কারটি৷ দুর্ঘটনার জেরে পিকআপ ভ্যানের চালকের মৃত্যু  হয়েছে৷ দুর্ঘটনার পর থেকেই পলাতক তেলের ট্যাঙ্কারের চালক৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷