মুম্বাই, ২৪ নভেম্বর– ছড়িয়ে পড়েছিল অভিনেতা বিক্রম গোখলে মৃত। আর তাতেই তার ফ্যানরা ভেঙে পরে। কিন্তু আস্বস্ত সরে অভিনেতার স্ত্রী ও মেয়ে জানিয়েছেন বিক্রম গোখলের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ কোমায় রয়েছেন বছর চুরাশি ওই অভিনেতা৷ দ্রুত আরোগ্য কামনা করার আরজিও জানিয়েছেন তাঁরা।
সংবাদ সংস্থা পিটিআই থেকে পাওয়া খবর অনুযায়ী, কয়েকদিন আগেই পুনের হাসপাতালে ভরতি করা হয় অভিনেতা বিক্রম গোখলেকে। বুধবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। তবে ঠিক কী কারণে অভিনেতাকে হাসপাতালে ভরতি করা হয়েছে, তা জানা যায়নি।শুধু বলিউডে নয়, মারাঠি ছবি ও নাটকে অভিনয় করেও জনপ্রিয় হয়েছেন বিক্রম । তবে ২০১৬ সালে গলার সমস্যার জন্য অভিনয়ে সাময়িক বিরতি দিতে হয়। সেই সমস্যা থেকেই ফের হাসপাতালে ভরতি হয়েছিলেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অভিনেতা বিক্রম গোখলের শারীরিক অবস্থা নিয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Advertisement
Advertisement
Advertisement



