কয়লাখনিতে ধস নেমে কমপক্ষে ২৫ জনের চাপা পড়ার আশঙ্কা

Written by SNS November 18, 2022 5:25 pm

ঝাড়খন্ড ,১৮ নভেম্বর — ফের ধস নামলো ধানবাদের কাছে একটি কয়লা খনিতে।ঘটনাটি ঘটে শুক্রবার সকালে ৬ টা নাগাদ   ইসিএল মুগমা এলাকার কাপাসরা আউটসোর্সিংয়ে। বিকট শব্দে একটা ক্রিকেট মাঠের অর্ধেক এলাকা মাটির পাঁচ ফুট নীচে ধসে যায়।

জানা গাছে, কাপাসরা আউটসোর্সিং-এ অবৈধভাবে খনন কাজ হয়।এখানে বাইরে থেকে বহু শ্রমিক এসে খনন কাজ করেন।ধস নামার ঘটনার জেরে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। মনে করা হচ্ছে, প্রায় ২৪-২৫ জন মাটির নীচে চাপা পড়ে গিয়েছে। তবে আশেপাশের এলাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। লোকজন জানান, সকালে বিকট শব্দে বিশাল এলাকা মাটির নীচে ধসে যায়। জানা গেছে, প্রতিদিন বহু মানুষ কয়লা তোলার জন্য এই খনি এলাকায় যায়। বৃহস্পতিবার রাতেও সেখানে খনন কাজ চলছিল। ভূমিধসের ঘটনায় তাঁরা চাপা পড়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।পুলিশ সময় মতো ঘটনাস্থলে না যাওয়ায় এলাকাবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।