• facebook
  • twitter
Friday, 5 December, 2025

খনিগর্ভে জল ঢুকে শ্রমিকের মৃত্যু, গাফিলতির অভিযোগে উত্তেজনা

আচমকা জলের তোড়ে পাঁচজন শ্রমিক ভেসে যান। দ্রুত উদ্ধারকাজ চালিয়ে চারজনকে বাঁচানো সম্ভব হলেও বিবেক মাঝির মৃত্যু হয়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে বড়সড় দুর্ঘটনা। বুধবার ভোরে খনিগর্ভে জল ঢুকে মৃত্যু হল এক শ্রমিকের। প্রাণে বাঁচানো গিয়েছে নিখোঁজ চার শ্রমিককে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

মৃত শ্রমিকের নাম বিবেক কুমার মাঝি। কোলিয়ারি সূত্রে খবর, দুর্ঘটনার সময় গেনওয়েল কোম্পানির মোট ৯ জন শ্রমিক খনিতে কাজ করছিলেন। দেওয়ালে হোল করার সময় হঠাৎ পাশের স্টপিং দেওয়াল ভেঙে জল ঢুকে পড়ে। আচমকা জলের তোড়ে পাঁচজন শ্রমিক ভেসে যান। দ্রুত উদ্ধারকাজ চালিয়ে চারজনকে বাঁচানো সম্ভব হলেও বিবেক মাঝির মৃত্যু হয়।

Advertisement

দুর্ঘটনার খবর ছড়াতেই ঘটনাস্থলে ছুটে আসেন খনি আধিকারিক, উদ্ধারকারী দল ও শ্রমিক সংগঠনের নেতারা। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় অন্ডাল থানার পুলিশও।

Advertisement

গাফিলতির অভিযোগ

শ্রমিক সংগঠনগুলির দাবি, এই দুর্ঘটনার জন্য দায়ী কর্তৃপক্ষই। তৃণমূল ঘনিষ্ঠ কেকেএসসি-র নেতা সৌমিক মজুমদার ও সিটু নেতা মনোজ মুখোপাধ্যায় অভিযোগ করেছেন, “খনিগর্ভে নিরাপত্তার চরম গাফিলতি রয়েছে। বারবার দুর্ঘটনা ঘটছে, কিন্তু কর্তৃপক্ষ কোনো দায় নিচ্ছে না।”

আগে বহু দুর্ঘটনা

কোলিয়ারির শ্রমিকরা জানিয়েছেন, এর আগে একাধিকবার শ্যামসুন্দরপুর খনিতে দুর্ঘটনা ঘটেছে এবং শ্রমিকদের প্রাণহানি হয়েছে। তবুও সুরক্ষার ব্যবস্থা নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

Advertisement