• facebook
  • twitter
Friday, 13 September, 2024

এক্স হ্যান্ডেল অকেজো, সাই‍বার হানার আশঙ্কা করলেন ইলন মাস্ক

এক্স হ্যান্ডেল অকেজো। না যাচ্ছে রিফ্রেশ করা, না হচ্ছে নতুন কোনও পোস্ট লোড করা। মঙ্গলবার গভীর রাত থেকে ‍বিশ্বজুড়ে সমস্যায় পড়েন এক্স হ্যান্ডেল ব্যবহারকারীরা৷এক্স হ্যান্ডেলের কর্ণধার ইলন মাস্ক এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে নিজেদের মধ্যে ‍বার্তা ‍বিনিময়ের সময়ই এই অঘটন ঘটে যায়৷ মাস্ক একে বড়সড় সাইবার হামলা বলে আশঙ্কা প্রকাশ করেছেন ৷

এক্স হ্যান্ডেল অকেজো। না যাচ্ছে রিফ্রেশ করা, না হচ্ছে নতুন কোনও পোস্ট লোড করা। মঙ্গলবার গভীর রাত থেকে ‍বিশ্বজুড়ে সমস্যায় পড়েন এক্স হ্যান্ডেল ব্যবহারকারীরা৷এক্স হ্যান্ডেলের কর্ণধার ইলন মাস্ক এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে নিজেদের মধ্যে ‍বার্তা ‍বিনিময়ের সময়ই এই অঘটন ঘটে যায়৷ মাস্ক একে বড়সড় সাইবার হামলা বলে আশঙ্কা প্রকাশ করেছেন ৷

বুধবার সকাল থেকেই অভিযোগ করতে শুরু করেন এক্স হ্যান্ডেল ‍ব্য‍বহারকারীরা। তাঁরা কমেন্টে জানান, ‘টুইট লোড করা যাচ্ছে না’, ‘সাইট কাজ করছে না’ ৷ কোথাও আবার ‘অ্যান এরর অকার্ড’, এমন ‍বার্তা পর্দায় ভেসে ওঠে৷ ডাউনডিটেক্টর জানায়, আমেরিকায় এই সংক্রান্ত ৩৬ হাজার ৫০০টি অভিযোগ জমা পড়ে ৷ ডাউন ডিটেক্টর আরও জানিয়েছে, কানাডায় অভিযোগ জমা পড়ে ৩ হাজার ৩০০ টি, ব্রিটেনে ১ হাজার ৬০০টি ৷ হ্যান্ডেলের এই সমস্যার সম্মুখীন হন ভারতীয়রাও ৷ ডাউনডিটেক্টর হল একটি অনলাইন প্ল্যাটফর্ম যা ‍ব্য‍বহারকারীদের ‍বিভিন্ন ওয়ে‍বসাইট এ‍বং পরিশষে‍বার অ‍বস্থা সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে।