চেন্নাই, ২৪ ডিসেম্বর- নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থী বোঝাই গাড়ি খাদে পড়ে গেল। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। গুরুতর আহত অবস্থায় এক শিশু সহ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কুমুলি পাসের কাছে। ১০ জন পুণ্যার্থীকে নিয়ে কেরলের শবরীমালা থেকে ফিরছিল এই গাড়ি। পাহাড়ি রাস্তায় গাড়ি গতি দ্রুত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার একটি বাঁক ঘুরতে গিয়ে ৪০ ফুট নীচে পড়ে যায়।
Advertisement
সংবাদমাধ্যম সূত্রে খবর, তীর্থযাত্রী সকলেই তামিলনাড়ুর থেনি-আন্দিপেট্টির বাসিন্দা। গভীর রাতে তীর্থ সেরে ফিরছিলেন তাঁরা। কুমিলি-কাম্বুম রুটে দুর্ঘটনাটি ঘটে।
Advertisement
ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি মুরালিধরন। আহতদের মধ্যে একটি ৯ বছরের ছেলেও রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক।
Advertisement



