বিয়েবাড়ির আনন্দ পাল্টে গেলো মর্মান্তিক শোকে। মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ বাস দুর্ঘটনায় উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ২৫ জনের। ঘটনাটি ঘটেছে গাড়ওয়ালের সিমিডি গ্রামে। রাতভর উদ্ধার চালিয়ে ২১ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পৌরি জেলা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। পৌরি জেলার লালধাং থেকে বাসটি ফিরছিল। মনে করা হচ্ছে, অন্ধকারে পাহাড়ি রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছে বাসটি। ভিতরে ৪৫-৫০ জন যাত্রী ছিলেন।
উত্তরখাণ্ড পুলিশের ডিজি অশোক কুমার রাতের উদ্ধারকাজের ভিডিও টুইট করে জানিয়েছেন, বিয়েবাড়ি ফেরত বাসটি খাদে উল্টে যায়। এই ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। জখমদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



