• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

ট্রাক-গাড়ির ধাক্কায় মৃত কমপক্ষে ৬

জয়পুর, ২৩ আগস্ট– ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে। ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত কমপক্ষে ৬ জন। দুর্ঘটনায় ৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় এবং জয়পুরের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মরুরাজ্যের দৌসা এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মান্দাওয়ার থানা এলাকার দৌসায় ভয়াবহ

জয়পুর, ২৩ আগস্ট– ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে। ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত কমপক্ষে ৬ জন। দুর্ঘটনায় ৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় এবং জয়পুরের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মরুরাজ্যের দৌসা এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মান্দাওয়ার থানা এলাকার দৌসায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এএসপি বজরং সিং শেখাওয়াত জানিয়েছেন, মান্দাওয়ার থানা এলাকার উকরুন্দ গ্রামের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে ধাক্কা মারে। তালগোল পাকিয়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন মোট ৯ জন। এদের ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তুলনামূলক কম জখমদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। গুরুতর আহত চার জনকে জয়পুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।