• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাঙ্গালীর সংস্কৃতি

এই লেখটি প্রত্নবিৎ-সমাজে সুপরিচিত হইলেও, এবং বাঙ্গালা পুস্তক ও পত্র-পত্রিকায় ইহার বিবরণ প্রকাশিত হইলেও, সাধারণ বাঙ্গালী পাঠক ইহার সম্বন্ধে বিশেষ কোনও খবর রাখেন না।

সুনীতিকুমার চট্টোপাধ্যায়। ফাইল ছবি।

পূর্ব প্রকাশিতর পর

ঐতিহাসিক-বোধ মণ্ডিত নাম; এবং এই সংযুক্ত নামের অনুরূপ অন্য নানা দেশের-ও নাম আছে। যেমন Czechoslovakia—চেখ্ ও স্লোভাক, এক-ই বোহেমীয় স্লাভ্ জাতির অতিঘনিষ্টভাব সম্পৃক্ত দুইটি উপজাতির নাম মিলাইয়া রাষ্ট্রের নাম; যেমন চীনা জাতির Han ‘হান্’ নাম এখন প্রায় সর্বক্ষেত্রে সমগ্র চীনা জাতি ও ভাষার জন্য ব্যবহৃত হইলেও কখনও-কখনও চীনা জাতির উল্লেখ করা হয় Han ‘হান্’ বা উত্তর-চীনা ও Thang ‘থাঙ্’ বা দক্ষিণ-চীনা, এই দুইটি নামের সাহায্যে; যেমন দোর্দণ্ড-প্রতাপ ইংরেজ জাওি, তাহার দুইটি প্রধান ও প্রাচীন শাখার নাম Engle বা Engle (যাহা হইতে English, England) এবং Seaxe, এই দুইটিকে সমাসযুক্ত করিয়া, বহু স্থলে Anglo Saxon এই মিলিত নামে এখনও অভিহিত হইয়া থাকে।।

Advertisement

প্রাচীন বঙ্গের পুষ্করণা-জনপদ
বিগত সংখ্যার ‘বঙ্গশ্রী’-তে বঙ্গদেশপ্রাপ্ত প্রাচীনতম অনুশাসন, সম্প্রতি আবিষ্কৃত ব্রাহ্মী-লিপিময় ‘সংবঙ্গীয় লেখ’-এর সংবাদ দিবার কালে শুশুনিয়া পাহাড়ের গাত্রে উৎকীর্ণ লেখের উল্লেখ করা হয়েছে। শুশুনিয়া বাঁকুড়া জেলার পশ্চিম ভাগে অবস্থিত। এই লেখটি প্রত্নবিৎ-সমাজে সুপরিচিত হইলেও, এবং বাঙ্গালা পুস্তক ও পত্র-পত্রিকায় ইহার বিবরণ প্রকাশিত হইলেও, সাধারণ বাঙ্গালী পাঠক ইহার সম্বন্ধে বিশেষ কোনও খবর রাখেন না। খ্রীস্টীয় ৪র্থ শতকের গুপ্ত-যুগের ব্রাহ্মী অক্ষরে সংস্কৃত ভাষায় তিন ছত্রে পর্বতগাত্রে উৎকীর্ণ এই ক্ষুদ্র লেখটি। অগ্নিশিখাযুক্ত বহু-অর-বিশিষ্ট বিষ্ণুচক্রের নীচে দুই পংক্তিতে উৎকীর্ণ আছে— ‘পুষ্করণাধিপতিমহারাজ-শ্রীসিঙ্হর্ম্মণঃ পুত্রুস্য মহারাজশ্রীচন্দ্রবর্ম্মণঃ কৃতিঃ’।

Advertisement

বিষ্ণুচক্রের দক্ষিণভাগে উৎকীর্ণ আছে—‘চক্ক-স্বামিনে ধোসগ্রামোতিসৃষ্টঃ’ (অর্থাৎ ‘চক্রস্বামী বা বিষ্ণুর জন্য ধোসগ্রাম উৎসর্গীকৃত হইল’; এই পাঠ শ্রীযুক্তচ কাশীনাথ নারায়ণ দীক্ষিত মহাশয়ের প্রদত্ত; মূল লেখটিতে কয়েকটি বর্ণাশুদ্ধি আছে;—স্বর্গীয় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় অন্য রূপে পড়িয়াছিলেন—এই ছত্রের পাঠ, তাঁহার মতে,—‘চক্র স্বামিন্যে দাসগ্রেণাতিসৃষ্টঃ। এ সম্বন্ধে দ্রষ্টব্য Epigraphia Indica, XIII, p. 13; Archaeological Survey, Annual Report for 1927-28, p. 188.)। এই প্রাচীন লেখের আশেপাশে পরবর্তী যুগের অক্ষরে উৎকীর্ণ কয়েক ছত্র অন্য লেখা আছে।

(ক্রমশ)

Advertisement