সম্প্রতি ১৯ জানুয়ারি যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসে অনুষ্ঠিত হয়ে গেল দু’দিনব্যাপী কবিতা ও আবৃত্তি উৎসব। সুকন্যা রায় ও সন্দীপ গুহের যৌথ প্রযোজনায় আয়োজিত এই সাহিত্য-সংস্কৃতির উৎসব ঘিরে শিল্পপ্রেমী মহলে ছিল বিশেষ উৎসাহ। Advertisement উৎসবের উদ্বোধন করেন আরণ্যক বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। সম্মানীয় অতিথি হিসেবে মঞ্চে ছিলেন প্রদীপ গুপ্ত ও সাতকর্ণী ঘোষ। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন সাম্য কার্ফা ও শুভদীপ চক্রবর্তী সহ বঙ্গ সংস্কৃতির একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। Advertisement অনুষ্ঠানের সূচনালগ্নে মাঙ্গলিক পর্ব ও সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। উৎসবের অন্যতম অনুপ্রেরক বিজয় কৃষ্ণ রায়ের শুভেচ্ছাবার্তা উপস্থিত কবি ও আবৃত্তিকারদের মধ্যে বিশেষ অনুপ্রেরণা জোগায়, বিশেষত রাজ্যের বিভিন্ন জেলার তরুণ ও প্রতিভাবান আবৃত্তিকারদের কাছে। আবৃত্তিকার সুকন্যা রায় ও সন্দীপ গুহের পরিকল্পনায় এই আবৃত্তি উৎসব শব্দের সৌন্দর্যে আরও সমৃদ্ধ হয়ে ওঠে। পুরো অনুষ্ঠানটি সাবলীল ও সংবেদনশীল সঞ্চালনায় সাজিয়ে তোলেন মধুমিতা বসু। কবিতা, আবৃত্তি ও সংস্কৃতির মিলনমেলায় এই উৎসব দর্শক-শ্রোতাদের মনে রেখে গেল এক গভীর শিল্পানুভূতির রেশ।
যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসে দু’দিনের কবিতা ও আবৃত্তির উৎসব
বিজয় কৃষ্ণ রায়ের শুভেচ্ছা বাক্যটি উপস্থিত সকলের কাছে বিশেষ উৎসাহের যোগান দেয়,বিশেষত রাজ্যের দুই জেলার প্রতিভাবান আবৃত্তিকার দের কাছে।
Advertisement



