• facebook
  • twitter
Friday, 23 January, 2026

যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসে দু’দিনের কবিতা ও আবৃত্তির উৎসব

বিজয় কৃষ্ণ রায়ের শুভেচ্ছা বাক্যটি উপস্থিত সকলের কাছে বিশেষ উৎসাহের যোগান দেয়,বিশেষত রাজ্যের দুই জেলার প্রতিভাবান আবৃত্তিকার দের কাছে।

নিজস্ব চিত্র

সম্প্রতি ১৯ জানুয়ারি যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসে অনুষ্ঠিত হয়ে গেল দু’দিনব্যাপী কবিতা ও আবৃত্তি উৎসব। সুকন্যা রায় ও সন্দীপ গুহের যৌথ প্রযোজনায় আয়োজিত এই সাহিত্য-সংস্কৃতির উৎসব ঘিরে শিল্পপ্রেমী মহলে ছিল বিশেষ উৎসাহ।

Advertisement

উৎসবের উদ্বোধন করেন আরণ্যক বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। সম্মানীয় অতিথি হিসেবে মঞ্চে ছিলেন প্রদীপ গুপ্ত ও সাতকর্ণী ঘোষ। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন সাম্য কার্ফা ও শুভদীপ চক্রবর্তী সহ বঙ্গ সংস্কৃতির একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

Advertisement

অনুষ্ঠানের সূচনালগ্নে মাঙ্গলিক পর্ব ও সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। উৎসবের অন্যতম অনুপ্রেরক বিজয় কৃষ্ণ রায়ের শুভেচ্ছাবার্তা উপস্থিত কবি ও আবৃত্তিকারদের মধ্যে বিশেষ অনুপ্রেরণা জোগায়, বিশেষত রাজ্যের বিভিন্ন জেলার তরুণ ও প্রতিভাবান আবৃত্তিকারদের কাছে।

আবৃত্তিকার সুকন্যা রায় ও সন্দীপ গুহের পরিকল্পনায় এই আবৃত্তি উৎসব শব্দের সৌন্দর্যে আরও সমৃদ্ধ হয়ে ওঠে। পুরো অনুষ্ঠানটি সাবলীল ও সংবেদনশীল সঞ্চালনায় সাজিয়ে তোলেন মধুমিতা বসু। কবিতা, আবৃত্তি ও সংস্কৃতির মিলনমেলায় এই উৎসব দর্শক-শ্রোতাদের মনে রেখে গেল এক গভীর শিল্পানুভূতির রেশ।

Advertisement