• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পথ দুর্ঘটনায় মৃত্যু ঘিরে উত্তেজনা পুরুলিয়ায়, অবরোধ স্থানীয়দের

পথ দুর্ঘটনায় মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল পুরুলিয়ায়। মৃতদেহ আটকে রেখেই বিক্ষোভ শুরু হয়। মৃতদেহ উদ্ধারে করতে গিয়ে বাধা পায় পুলিশ।

পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল পুরুলিয়ায়। মৃতদেহ আটকে রেখেই বিক্ষোভ শুরু হয়। দেহ উদ্ধারে করতে গিয়ে বাধা পায় পুলিশ। এরপর পুলিশ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বিক্ষোভকারীদের কথা হয়। বেশ কিছুক্ষণ পর অবরোধ উঠে যায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুরুলিয়া মফস্বল থানার ছড়রা-নাদিয়াড়া সড়কের উপর সোমবার ভোরে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। সাইকেল চালিয়ে ওই ব্যক্তি রাস্তা ধরে যাচ্ছিলেন। সেই সময় দ্রুতগতিতে আসা একটি ট্রেলার ওই সাইকেলে পিছন থেকে ধাক্কা মারে। আরোহী রাস্তায় পড়ে গেলে ট্রেলারের চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে। এর আগেও বহুবার দুর্ঘটনা ঘটেছে। পুলিশ আশ্বাস দিলেও ওই এলাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য কোনও ব্যবস্থাও নেওয়া হয়নি। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলেন তাঁরা। তিন ঘণ্টার বেশি রাস্তায় মৃতদেহ পড়ে ছিল। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললেও তাঁরা মৃতদেহ তুলতে দেননি। এর ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

Advertisement

অবশেষে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। ফের পুলিশ যানবাহনের গতি নিয়ন্ত্রণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। চালকের খোঁজ চলছে।

Advertisement