অভিনব পন্থায় টাকা চুরির ঘটনা ঘটেছে বালুরঘাট থানার নিকটে অবস্থিত উত্তর চকভবানী এলাকায়। গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। এটিএমের টাকা বেরোনোর জায়গার ঢাকনা খুলে সেলোটেপ আটকে দিত অভিযুক্ত। ফলে কার্ড ঢুকিয়ে পিন নম্বর দেওয়া সত্ত্বেও টাকা বের হত না। এদিকে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিত।
সূত্রের খবর, একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম থেকে চুরি করতে গিয়ে ধরা পড়েছে ভিনরাজ্যের এক যুবক। জানা গিয়েছে, এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন প্রাণিতকুমার মণ্ডল নামের অপর এক যুবক। কার্ড ঢুকিয়ে পিন নম্বর দেওয়ার পর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও মেশিন থেকে টাকা বের হয়নি। ফলে সন্দেহ দানা বাঁধে তাঁর। এরপর তিনি ওই ব্যাঙ্কেরই অপর একটি এটিএমে গিয়ে সিকিউরিটি গার্ডকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানান। তারপরই ওই গার্ড এটিএম দেখভাল সংস্থায় ফোন করেন। সেখান থেকে দু’জন এসে ওই নিৰ্দিষ্ট এটিএমে গেলে আসল ঘটনা সামনে আসে। হাতেনাতে পাকড়াও করা হয় অভিযুক্তকে। তাঁকে তৎক্ষণাৎ বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল।
এটিএম সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, অভিযোগ পেয়ে শুভজিৎ নন্দী ও বিমান হালদার নামের দু’জন এটিএম-এ এসে দেখে মেশিনের ঢাকনার ভেতর দিকে কালো সেলোটেপ আটকানো রয়েছে। বিষয়টা আঁচ করতে পেরে তাঁরা বাইরে অপেক্ষা করতে থাকেন। এরপরই এক যুবক এসে ঢাকনা খুলতেই তাঁরা সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে। বালুরঘাট থানার আইসি জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। আর কেউ যুক্ত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে।