বিএসএফের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে বৃহস্পতিবার বালুরঘাটে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতর পরিবারের সদস্যরা। অভিযোগ উঠেছে, এক ট্রাক্টর চালককে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বিএসএফ। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ওই ট্রাক্টর চালকের বাবা কৃষ্ণ পাহান। স্থানীয় বিএসএফ ক্যাম্পেও এ নিয়ে লিখিত অভিযোগ জানানো হবে।
জানা গিয়েছে, ওই ট্রাক্টর চালকের নাম সুবেন পাহান (২৪)। গত মঙ্গলবার ভারত বাংলাদেশে সীমান্ত লাগোয়া চিঙ্গিশপুর সীমান্ত থেকে তাঁকে ধরে বিএসএফ জওয়ানরা। বিএসএফের দাবি ছিল, সুবেনের কাছ থেকে ৪৮০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। এরপরই তাঁকে বালুরঘাট থানার হাতে তুলে দেন জওয়ানরা। বুধবার তাঁকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এবিষয়ে সুবেনের বাবা দাবি করেছেন, তাঁর ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, ‘একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
Advertisement
Advertisement
Advertisement



