• facebook
  • twitter
Friday, 19 December, 2025

সীমান্ত উত্তেজনার আবহে বালুরঘাটে ভারতীয় সেনার শক্তি প্রদর্শন

দু’দিনের সেনা মেলা ঘিরে বাড়ছে কৌতূহল

প্রতিনিধিত্বমূলক চিত্র

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের আবহে সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুরে শক্তি প্রদর্শনীর উদ্দেশ্যে হাজির হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সেই লক্ষ্যে আগামী ২১ ও ২২ ডিসেম্বর বালুরঘাট স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে ‘সশক্ত সেনা সমৃদ্ধ ভারত প্রদর্শনী’। তিন দিক থেকে বাংলাদেশ সীমান্তে ঘেরা এই জেলায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেনাবাহিনীর আধুনিক অস্ত্র ও নানা সামরিক সরঞ্জাম। সাধারণ মানুষকে সামনে থেকে দেশের প্রতিরক্ষা শক্তির ছবি দেখাতেই এই আয়োজন বলে জানানো হয়েছে।

সেনা কর্তৃপক্ষের বক্তব্য, নাগরিক সমাজের সঙ্গে বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। একই সঙ্গে দেশের যুবসমাজকে সেনাবাহিনীর প্রতি আগ্রহী করে তোলার চেষ্টাও রয়েছে। আয়োজকদের দাবি, এই প্রদর্শনী শুধু অস্ত্র দেখানোর মঞ্চ নয়, বরং সেনার দায়িত্ব, শৃঙ্খলা ও আত্মত্যাগের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যও এই বিশেষ উদ্যোগ।

Advertisement

আগামী ২১ ডিসেম্বর সকাল ন’টায় বালুরঘাট স্টেডিয়ামে এই প্রদর্শনীর সূচনা হবে। সেখানে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত নানা ধরনের আধুনিক অস্ত্র, প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শিত হবে। সামরিক ও অসামরিক ক্ষেত্রের একাধিক বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দু’দিন ধরে প্রদর্শনীটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। ফলে স্কুল–কলেজ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ নাগরিকরা সরাসরি সেনা সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।

Advertisement

এই প্রদর্শনীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, ‘এই প্রদর্শনীর মাধ্যমে দেশের মানুষ বুঝতে পারবেন ভারতীয় সেনাবাহিনী কতটা শক্তিশালী ও আধুনিক। পাশাপাশি জেলার যুবক-যুবতীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়ে উৎসাহিত করাও আমাদের লক্ষ্য।’

প্রসঙ্গত, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে এই আয়োজন বিশেষশ গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে ওপার বাংলায় নানা ভারত-বিরোধী বক্তব্য শোনা যাচ্ছে। এমন সময় সীমান্তের এত কাছে সেনাবাহিনীর এই প্রদর্শনীকে অনেকে দৃঢ় বার্তা হিসেবেও দেখছেন। বালুরঘাট শহর থেকে সীমান্তবর্তী এলাকা কয়েক কিলোমিটারের মধ্যেই হওয়ায় স্থানীয় বাসিন্দাদের নজর রয়েছে এই কর্মসূচির দিকে।

যদিও এই প্রদর্শনী ঘিরে রাজনৈতিক মহলে সম্পূর্ণ ভিন্ন মতও শোনা গিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, ‘বাংলাদেশের বিষয় তাদের অভ্যন্তরীণ ব্যাপার। সেনাবাহিনীর এই ধরনের কর্মসূচি অনেক আগে থেকেই ঠিক হয়। এর সঙ্গে রাজনীতির যোগ খোঁজা ঠিক নয়।’

এদিকে যুবসমাজকে উদ্বুদ্ধ করার প্রশ্নে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তবে স্থানীয় যুবকদের একাংশের বক্তব্য, সেনাবাহিনীর অস্ত্র ও কাজকর্ম কাছ থেকে দেখার সুযোগ খুব কমই আসে। বালুরঘাটের বাসিন্দা শিবদ্যুতি রায় বলেন, ‘দেশের সেনাবাহিনী কীভাবে দেশকে রক্ষা করে, কী ধরনের অস্ত্র ব্যবহার করে— এসব নিজের চোখে দেখার সুযোগ পাওয়া গর্বের। আমি অবশ্যই প্রদর্শনী দেখতে যাব।’

সব মিলিয়ে সীমান্তবর্তী বালুরঘাটে সেনাবাহিনীর এই প্রদর্শনী ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা দুইই বাড়ছে।

Advertisement