ওড়িশি, ক্রিয়েটিভ এবং লোকনৃত্যের প্রচার ও শিক্ষার প্রতিষ্ঠান কুটাপো কলকাতা আয়োজন করলো এক বিশেষ অনুষ্ঠানের। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য রশিদ খান একাডেমি-র চেয়ারম্যান জয়িতা বসু খান। “তোমারই নামে নয়ন মেলিনু” পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রিন্সিপাল মৌসুমী ব্যানার্জি।
সন্ধ্যাটি কুটাপো-র ছাত্রছাত্রীদের মন্ত্রমুগ্ধকর ওড়িশি নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয়। তাঁদের নিখুঁত শিল্পকর্ম ও অভিব্যক্তি দর্শকদের মন জয় করে নেয়। এরপরে রাতের প্রধান আকর্ষণ ‘দশাবতার নারী’ নামে একটি গভীর নৃত্যনাট্য মঞ্চস্থ হয়।
‘দশাবতার নারী’ সম্প্রতি প্রয়াত ‘যোদ্ধা ডাক্তার’— কে শ্রদ্ধা জানায়, যিনি ত্যাগ ও সাহসিকতার প্রতীক। পাশাপাশি এই প্রযোজনা নারীজীবনের বহুমাত্রিক দিকগুলো উদযাপন করে, যা যুবতীর নিষ্পাপতা ও প্রেম থেকে শুরু করে পৌরাণিক চরিত্র দ্রৌপদীর মতো মহীয়সী নারীদের প্রতিফলন ঘটায়। এই কাহিনি নারীদের সৌন্দর্য, শক্তি ও সৃজনশীলতার প্রতীক হিসেবে তুলে ধরে, যা ঈশ্বরীয় সৃষ্টির প্রতিফলন।