নিউ জার্সির ‘কল্লোল’ ক্লাবটি দীর্ঘদিন ধরে নানা কাজ করে আসছে। কলকাতার সঙ্গে তাদের নাড়ির টান। বারবার তারা করতে চান শিকড়ের সন্ধান। এই শহরে তাদের নানান কর্মকাণ্ড চলে পুরোদমে। কলকাতায় আধ ডজনের বেশি স্কুল চালায় এই ক্লাবের সদস্যরা। ২০১৮ সাল থেকে এই স্কুলগুলিতে স্কলারশিপের ব্যাবস্থাও করা হয়েছে। এছাড়াও বিদেশের মাটিতে বাংলা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ক্লাব সদস্যদের অবদান অপরিসীম। ১৭৭৫ সালে জন্ম হয়েছিলো এই ক্লাবটির। ১৯৭৭ সাল থেকে কল্লোল নিউ জার্সিতে দুর্গাপুজো শুরু করেন তাঁরা। নাটক থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বারবার করে এসেছে এই ক্লাবটি। দেখতে দেখতে ৫০ বছরে পড়ল ক্লাবটি।
সেই উপলক্ষ্যে কলকাতায় তাঁরা একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলো। সেখানে জানা গিয়েছে ১২ ও ১৩ জুলাই নিউ জার্সিতে বড়সড়ভাবে উজ্জাপন করা হবে কল্লোলের ৫০ বছরের জন্মদিন। অনুষ্ঠানে হাজির থাকবে একঝাঁক বাঙালি তারকা। এছাড়াও ৭ ফেব্রুয়ারি কলকাতা বইমেলায় প্রকাশ পেয়েছে একটি বই ‘কল্লোল ৫০।’ বইয়ের লেখক ও সংগঠনের সভাপতি পিনাকী দত্ত জানিয়েছেন, বাঙালি সংস্কৃতির টানেই শিকড়ে ফিরে আসার তাগিদেই এখানে বই প্রকাশ করলেন তাঁরা।