• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শাহরুখ-পুত্র আরিয়ান কি আসছেন হলিউডে!

সূত্রের খবর ,হলিউডে সুপার হিরাের ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে আরিয়ান খানকে।

আরিয়ান খান (ছবি- ইন্সটাগ্রাম)

বলিউড বাদশার ছেলে ডেবিউ করছে হলিউডে।বলিপাড়ায় কান পাতলে সেরকমই শােনা যাচ্ছে।শাহরুখ খানের মেয়ে সুহানা খান ইতিমধ্যেই গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছেন। কানাঘুষাে চলছিল ছেলে আরিয়ান কবে অভিনয়ে আসবেন।তবে শােনা যাচ্ছে বলিউডে নয়,হলিউডেই অভিনয় শুরু করছেন আরিয়ান।

সূত্রের খবর ,হলিউডে সুপার হিরাের ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে আরিয়ান খানকে।রুশাে ব্রাদার্সের পরিচালনায় মার্ভেল সিরিজের কোনও ছবিতে আরিয়ানকে দেখা যেতে পারে।শাহরুখ নিজেও হলিউডের বেশ কয়েকজন প্রযােজকের সঙ্গে কথা বলেছেন। আরিয়ানের ছবি দেখিয়েছেন ওই সমস্ত প্রযােজকদের।তবে শাহরুখ ঘনিষ্ঠ বেশ কয়েকজন আরিয়ানকে সুপার হিরাে মার্কা ছবি দিয়ে ডেবিউ করতে নিষেধ করেছেন।আরিয়ান খান নিজেই হলিউডের ছবিতে অভিনয় করতে ইচ্ছুক বলে শােনা যাচ্ছে।

Advertisement

কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে জো রুশাে বলেছিলেন,’ভারতীয় সুপারহিরাে ছবির জন্য আমি কোনও বলিউড তারকাকে বেছে নিতে চাই।কয়েকদিন আগে শাহরুখ খান নিজেই জানিয়েছিলেন অভিনয় নয়,পরিচালনায় আসতে চান আরিয়ান।ক্যামেরার সামনে কাজ করার তাঁর কোনও ইচ্ছা নেই।আরিয়ান করণ জোহরের সহকারী হিসাবে কাজ করবেন বলেও শােনা গিয়েছিল।তবে শেষ পর্যন্ত বাবার মতাে অভিনয়কে পেশা হিসাবে নিতে চলেছেন আরিয়ান।হলিউডে অভিনয় নিয়ে মুখ খােলেননি শাহরুখ বা আরিয়ান কেউই।

Advertisement

Advertisement