রবিবার রাতে হাওড়া-খড়গপুর জাতীয় সড়কের ধারে মেছোগ্রামে বিশ্বকর্মা পুজোর মেলার মধ্যে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মেলা শেষের পর দোকানপাট গুছানোর কাজ করছিলেন ব্যবসায়ীরা। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি মেলার মধ্যে ঢুকে পড়ে। লরিটি একাধিক দোকানে ধাক্কা দেয়, পিষে দেয় পথচারীদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের, আহত হন কমপক্ষে আট জন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মেলা প্রায় শেষ হয়ে এসেছিল, আর ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ করতে ব্যস্ত ছিলেন। ঠিক সেই মুহূর্তেই লরিটি দ্রুত গতিতে এসে মেলার মধ্যে ঢুকে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় অনেককে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দু’জনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
Advertisement
এই দুর্ঘটনার পরে পালিয়ে যান লরির চালক। পুলিশ জানিয়েছে, তাঁরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চালকের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে। সূত্রের দাবি, চালক সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন। তার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ীরা একযোগে প্রশাসনের কাছে সড়ক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছে।
Advertisement
Advertisement



