বৃদ্ধি পেল ২০ লক্ষ ভােটার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহে বুধবার রাজ্যে পৌঁছতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সাধারণত ফুল বেঞ্চ ঘুরে যাওয়ার পর ভােটের কালবিলম্ব হয় না।

Written by SNS Kolkata | January 16, 2021 3:10 pm

নির্বাচন কমিশন কার্যালয় (Photo: IANS)

শুক্রবার প্রকাশিত হল সংশােধিত ভােটার তালিকা। কমিশন সূত্রে খবর, নতুন তালিকায় মােট ভােটার ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০ জন। আগে মােট ভােটার সংখ্যা ছিল ৭ কোটি ১৮ লক্ষ ৪৯ হাজার ৩০৮ জন। অর্থাৎ ভােটার বেড়েছে ২০ লক্ষের বেশি। পাশাপাশি বেশ কিছু ভােটারের নাম বাদ পড়েছে।

রাজ্যে এপ্রিল মাসে ভােট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোভিড পরিস্থিতিতে বুথের সংখ্যা বাড়তে পারে। এখন রাজ্যে ৭৮ হজার ৯০৩ টি বুথ রয়েছে। সংশােধিত তালিকায় পুরুষ ভােটার রয়েছেন ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬, মহিলা ভােটারের সংখ্যা ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪। তৃতীয় লিঙ্গের ভােটার রয়েছে ১ হাজার ৭৯০ জন। ভােটার বেড়েছে ২০ লক্ষের বেশি। নতুন ভােটার তালিকা অনুযায়ী আগের থেকে ভােটার সংখ্যা বেড়েছে ২,০১ শতাংশ।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠ ভাবে করার কথা মাথায় রেখে ইতিমধ্যেই বাংলায় ২ দফায় ঘুরে গিয়েছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন, ভােটের সময় হিংসা বরদাস্ত করা হবে না। গােলমাল, রাজনৈতিক হিংসা রুখতে পুলিশ-প্রশাসনকে তৈরি থাকতে হবে।

কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহে বুধবার রাজ্যে পৌঁছতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সাধারণত ফুল বেঞ্চ ঘুরে যাওয়ার পর ভােটের কালবিলম্ব হয় না। ফ্রেব্রুয়ারির শেষে বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। কত দফায় ভােট হবে, তা এখনও চূড়ান্ত না হলেও চার থেকে পাঁচ দফায় ভােট হতে পারে বলে মনে করা হয়।