ভালোবাসার উৎসব পালিত হল মানবিকতার ছোঁয়ায়

ভালোবাসার উৎসব পালিত হল মানবিকতার ছোঁয়ায়। দীপাবলি উপলক্ষে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে নিজেদের আনন্দ ভাগাভাগি করে নিলেন ‘অফলাইন অরগানাইজেশন’।

Written by Arnab Biswas Kolkata | November 21, 2020 8:03 am

মানুষের পাশে (ছবি: অফলাইন অরগানাইজেশন)

গত ১৫ই নভেম্বর দীপাবলি উপলক্ষে উত্তর-মধ্য কলকাতার প্রায় ১২০জন পথশিশুদের সঙ্গে দীপাবলীর আনন্দ ভাগ করে নিল ‘অফলাইন অরগানাইজেশন’-এর সদস্যরা।

ভালোবাসার উৎসব পালিত হল মানবিকতার ছোঁয়ায়। দীপাবলি উপলক্ষে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে নিজেদের আনন্দ ভাগাভাগি করে নিলেন ‘অফলাইন অরগানাইজেশন’-এর সদস্যরা।

মূলত পথ শিশুদের পাশে থাকার প্রচেষ্টায় আতশবাজির বদলে শিশুদের হাতে তুলে দেওয়া হল মাস্ক, স্যানিটাইজার,লজেন্স এবং বিরিয়ানির প্যাকেট। লেলিন সরণির ইউনিয়ন চ্যাপেল স্কুলের এবং শোভাবাজার-আহিরিতলা রেল স্টেশনের কাছাকাছি বসবাসকারী পথ শিশুদের কাছে পৌঁছে গিয়েছিলেন উদ্যোক্তারা।

এরকম মানবিক প্রচেষ্টা বিগত কয়েকবছর ধরেই করে চলেছে উক্ত সংস্থাটি এবং ভবিষ্যতেও তারা এভাবেই দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান বলে জানালেন।