• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজ্যে আসতে পারেন গম্ভীর

রাজ্যে আসন্ন নির্বাচনের প্রচার করতে পারেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।২২ মার্চ থেকে প্রচার করার কথা বিশ্বকাপ জয়ী এই প্রাক্তন ক্রিকেটার।

গৌতম গম্ভীর (Photo: IANS)

রাজ্যে আসতে পারেন গৌতম গম্ভীর। পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের প্রচার করতে পারেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। ২২ মার্চ থেকে প্রচার করার কথা বিশ্বকাপ জয়ী এই প্রাক্তন ক্রিকেটার।

এ রাজ্যে আটটি পর্যায়ে নির্বাচন হতে চলেছে। এই আটটি পর্বেই থাকতে পারেন তিনি। তবে শুধু পশ্চিমবঙ্গ নয় অসমেও নির্বাচনের প্রচারে যেতে পারেন তিনি। দিল্লি বা হরিয়ানার বাইরে সে ভাবে নির্বাচনের প্রচারে যাননি তিনি।

Advertisement

গম্ভীর বলেন, এক মুহুর্তেও আমি নিজেকে বাংলার বাইরের লােক বলে মনে করি না। এটা ঠিক যে আমি কলকাতা বা বাংলার অন্য কোথাও জন্মাইনি। প্রেসিডেন্সি বা যাদবপুরে পড়িনি বা পার্কস্ট্রিটের দেখে রােল খেয়ে বড় হইনি।

Advertisement

তবে আমি, পশ্চিমবঙ্গে এসে মানুষের কাছ থেকে প্রচুর ভালােবাসা পেয়েছি। যা আমায় মােহিত করেছে। তাই এই রাজ্য বােমা, গুলির স্তুপের ওপর গড়ে উঠুক এটা চাই না। রাজনৈতিক হিংসা বন্ধ হওয়া দরকার। ভয় ভীতি দেখিয়ে শাসন চলছে বাংলায়।

এর আগে বামফ্রন্ট ও এটা করেছে আর এখন তৃণমূল করছে। এটাই এখন বাংলার রাজনৈতিক সংস্কৃতি।

Advertisement