• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

পিংলায় নাবালিকাকে ধর্ষণ

পিংলায় আট বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযােগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। বৃদ্ধের নাম রামপদ দণ্ডপিট।নাবালিকার শারীরিক পরীক্ষা খড়গপুর মহকুমা হাসপাতালে হয়।

প্রতীকী ছবি (ছবি: iStock)

পিংলার নয়া গ্রামে আট বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযােগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। বৃদ্ধের নাম রামপদ দণ্ডপিট। নাবালিকার শারীরিক পরীক্ষা শনিবার খড়গপুর মহকুমা হাসপাতালে হয়।

অত্যাচারিতা নাবালিকার সঙ্গে আজ দেখা করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেবরাতি এবং সবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স সহ পিলার তৃণমূল নেতৃত্ব। আবু কালাম বক্স বলেন, ওই বৃদ্ধ বিজেপির হার্মাদ।

Advertisement

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য বলেন, উনি বিজেপির কর্মী নয়। সবচেয়ে বড় কথা উনি বিজেপি বা তৃণমূল যাই করুন এটা একটা ঘৃণ্য অপরাধ। আমি নিজে থানায় গিয়েছিলাম। দোষী ব্যক্তিকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছি। আমরা তৃণমূলের মতাে রাজনীতি খুজতে যাইনি।

Advertisement

Advertisement