জেলে রাখার দায়িত্বে থাকা রক্ষীকেই যদি বন্দি করে রেখে ধর্ষণ করা হয় তাহলে তার থেকে বড় ভয়ঙ্কর কিছু হতে পারে না। আবার যারা বন্দি করে এই কুকীর্তি করেছে তারা আবার জেলের উচ্চপদস্থ আধিকারিক।
সম্প্রতি ইজরায়েলের একটি জেলের এমন ঘটনায় সামনে এসেছে। সেখানে এক মহিলা জেলরক্ষীকে যৌনদাসী বানিয়ে রেখেছিল উচ্চপদস্থরা। ফিলিস্তানি এক জেলবন্দিকে দিয়ে বারংবার করানো হত ধর্ষণ।
Advertisement
এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ওই মহিলা জেলরক্ষী। অভিযোগ পেয়েই রবিবার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
Advertisement
ওই মহিলা জেলরক্ষীর আইনজীবি জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুবি জরুরী। প্রধানমন্ত্রী বলেছেন, ‘একজন মহিলা তাঁর ডিউটি করার সময় একজন বন্দির দ্বারা ধর্ষিত হবেন, এ কিছুতেই মানা যায়না।
এই ঘটনা অবশ্যই পুর্ণাঙ্গ তদন্ত হবে। অত্যাচারিত সম্পূর্ণ সরকারি সাহায্য পাবেন’।ইজরায়েলের গিলবোয়া জেল।
এই জেলে বছরের পর বছর মহিলারক্ষীরা এমন নির্যাতনের শিকার হতেন বলে একসময় ইজরায়েলি সংবাদমাধ্যমে খবর বেরোয়। সে নিয়ে তদন্ত শুরু হলেও তা ধামাচাপা পড়ে যায়।
গত বৃহস্পতিবার ওই জেলের একজন মহিলা কর্মী অভিযোগ করেন যে তাঁকে দিনের পর দিন ধরে এক ফিলিস্তিনি বন্দি ধর্ষণ করে চলেছে। আর এই কাজে মদত দিচ্ছেন, খোদ ঊর্ধ্বতন কর্মচারীরা।
Advertisement



