জেলে যেতে হতে পারে ‘পপ সম্রাজ্ঞী’ শাকিরাকে। এই দুই নয় ৮ বছরের জন্যই তার জেল যাত্রার যোগ চলছে আপাতত। স্পেনে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ১.৪৫ কোটি ইউরোরও বেশি কর ফাঁকি দেওয়ার অভিযোগ করা হয়েছে কলম্বিয়ার এই তারকার বিরুদ্ধে।
Advertisement
এই অভিযোগ প্রমাণিত হলে শাকিরার শুধু আট বছরের জেলই নয় ২.৩৫ কোটি ডলারেরও বেশি জরিমানা দিতে পারে।
Advertisement
স্পেনের সরকারি আইনজীবীর তরফে দাবি করা হয়েছে যে, বার্সেলোনার ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর ২০১১ সালে স্পেনে বসবাস শুরু করেন শাকিরা।
২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে স্পেনের সাধারণ নাগরিক ছিলেন শাকিরা।
২০১২ সালের মে মাসে বার্সেলোনায় বাড়ি কিনেছিলেন গায়িকা। শাকিরার তরফে দাবি করা হয়েছে, ২০১৫ সাল পর্যন্ত বাহামসের করদাতাদের তালিকায় ছিল তাঁর নাম।
সূত্রের খবর, কর ফাঁকি দেওয়ার বিষয়টি চুক্তির মাধ্যমে মিটমাট করার প্রস্তাব দেওয়া হয়েছিল শাকিরাকে। কিন্তু তাতে তিনি রাজি হননি।
উল্লেখ্য, কয়েক মাস আগেই বিচ্ছেদ ঘোষণা করেন জেরার্ড পিকে ও শাকিরা। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে।
Advertisement



