বালুরঘাটে জনগর্জন সভা আজ, বিজেপিকে ‘ওপেন চ্যালেঞ্জ’ অভিষেকের

Written by SNS March 18, 2024 2:27 pm

নিজস্ব প্রতিনিধি– দেশ জুড়ে বেজে গেছে নির্বাচনের দামামা৷ পদ্ম থেকে ঘাসফুল ব্যস্ত এখন প্রস্তুতিতে৷ কলকাতা, জলপাইগুড়ি এবং পশ্চিম মেদিনীপুরের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের টার্গেট এবার দক্ষিণ দিনাজপুর৷ ১৮ই মার্চ সোমবার অর্থাৎ আজ অভিষেক বন্দোপাধ্যায়ের ডাকে বালুরঘাটের গঙ্গারামপুর স্টেডিয়ামের মাঠে আয়োজিত হয়েছে ‘জনগর্জন সভা‘৷ সময়সূচীও নির্ধারিত হয়েছে৷ দুপুর ২ টো থেকে অভিষেকের গর্জনে গর্জে উঠবে ময়দান৷

আজকে বালুরঘাটে অভিষেকের সভায় ফের বিজেপিকে আসার চ্যালেঞ্জ করেছেন মন্ত্রী ব্রাত্য বসু৷ রবিবার সাংবাদিক বৈঠক করে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি বিজেপি নেতৃত্বের দিকে৷ এক্ষেত্রে উল্লেখ্য, ময়নাগুড়ির সভায় অভিষেক বিজেপিকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে ‘ওপেন চ্যালেঞ্জ‘ করে বলেছিলেন, ২০২১ এর বিধানসভা ভোটের পর কেন্দ্র আবাস যোজনা থেকে একশো দিনের কাজের টাকা দেয়না বাংলাকে৷ এ প্রসঙ্গে কোনো বিজেপি নেতৃত্ব চাইলে অভিষেকের সাথে তর্কে বসতে পারেন৷ কিন্ত্ত অভিষেকের ডাকে সাড়া দিয়ে ময়নাগুড়ির সভায় আসেননি গেরুয়া শিবিরের কেউ৷ সেই চ্যালেঞ্জকেই পুনরায় স্মরণ করিয়ে দিলেন ব্রাত্য বসু৷ সাংবাদিক বৈঠক থেকে তিনিও শ্বেতপত্র নিয়ে আসার কথা বলেন বিজেপিকে৷ যদিও এ প্রসঙ্গে এখনো কোনো প্রতিক্রিয়া নেই বিজেপির৷

ব্রিগেডেই প্রথম ‘জনগর্জন সভা‘ করে তৃণমূল৷ সেই সভা থেকেই অভিনব উপায়ে প্রার্থী তালিকা প্রকাশ করে৷ ব্রিগেড সভার পরই নির্বাচনী জনসভা এবং প্রচারে নেমেছেন তৃণমূল সেনাপতি অভিষেক৷ জেলায় জেলায় পাড়ি দিয়ে তৃণমূল প্রার্থীদের হয়েই মূলত প্রচার করবেন তিনি৷ চব্বিশের নির্বাচনের জন্য তৈরী করেছেন ‘অভিষেক স্ট্রাটেজি‘, যেখানে প্রথমেই ছিল উত্তরবঙ্গ৷ সেই স্ট্রাটেজিকে ফলো আপে রেখেই আজ গঙ্গারামপুর স্টেডিয়ামে আসছেন যুবরাজ৷

দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাট বরাবরই হাইভোল্টেজ লোকসভা কেন্দ্র৷ গত লোকসভা ভোটে বালুরঘাট আসন তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি৷ সাংসদ হয়েছিলেন সুকান্ত মজুমদার৷ পরে সেই সুকান্তকেই ২০২১ সালের বিধানসভা ভোটের ঠিক পরেই দিলীপ ঘোষের জায়গায় রাজ্য সভাপতির দায়িত্ব দিয়েছিলো গেরুয়া শিবির৷ কিন্ত্ত পরবর্তীতে পুরসভা ভোটে ও পঞ্চায়েত ভোটে ঘাসফুলের আধিপত্যই দেখা গিয়েছিল বালুরঘাটে৷ চব্বিশের লোকসভা নির্বাচনে বালুরঘাট থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন বিপ্লব মিত্র৷ এবার এই লোকসভা কেন্দ্রে মুখোমুখি হবেন সুকান্ত মজুমদার এবং বিপ্লব মিত্র৷ মূলত আজ বিপ্লব মিত্রের হয়েই প্রচারে নামবেন তৃণমূল যুবরাজ৷ সুকান্তের দাবি, এ বার বাংলায় ৩০টির বেশি আসন একাই দখল করতে চলেছে বিজেপি৷ বাংলার কাঁধে ভর করেই দেশে ৪০০ আসনের লক্ষ্যমাত্রাও পূরণ করবেন নরেন্দ্র মোদী৷ আজ গঙ্গারামপুর স্টেডিয়াম থেকেই এর পাল্টা জবাব ও চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন অভিষেক৷