চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ নদীয়ার কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে

ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ নদীয়ার কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। মদ্যপান করে চিকিৎসা করার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে।

Written by Suman Ganguly Kalyani | June 28, 2022 10:42 pm

ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ নদীয়ার কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। মদ্যপান করে চিকিৎসা করার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে।

ফলে মৃত্যু হল বছর ১৯ এর নয়ন গোয়ালা নামে কল্যাণী মাঝেরচর এলাকার এক যুবকের।

এই ঘটনায় হাসপাতাল চত্বরে প্রতিবাদ জানায় মৃতের পরিবারের লোকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কল্যাণী থানার বিশাল পুলিশবাহিনী।

ঘটনা সুত্রে জানা যায় গতকাল রাতে কল্যাণী মাঝের চর এলাকার ওই যুবকের হাতের রিস্ট একুরিয়ামের কাছে কেটে যায়। তাকে নিয়ে আসা হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে।

 

অভিযোগ সেখানে জুনিয়র ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা করার পরে ঘটনাস্থলে আসেন সিনিয়র এক চিকিৎসক।

তিনি মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ মৃতের পরিবারের। মদ্যপ অবস্থায় চিকিৎসা করতে গিয়ে ওই যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ।

আর এতেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতাল চত্বরে মঙ্গলবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবারের লোকজন।

উল্লেখ্য এর আগেও কল্যানী মাঝেরচড় এলাকায় চিকিৎসার গাফিলতির অভিযোগে ৩ জনের মৃত্যু হয়েছিল।