• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কালিম্পঙে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই গাড়ি, মৃত ৪

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবোঝাই গাড়িটি একাদশীর দিন রাত ৮ টার সময় পাথরঝোড়া থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল।

উৎসবের মরশুমে মেতেছে গোটা রাজ্য। এবার সেই আবহে পাহাড়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার রাতে কালিম্পঙে যাত্রীবোঝাই একটি গাড়ি খাদে পড়ে যায়। কালিম্পঙের ১০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ৫০ ফুট গভীর খাদে পড়ে মৃত্যু হয়েছে চার জনের। আহত হয়েছেন তিনজন। আহতের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, গাড়িতে থাকা সকলেই গ্যাংটকের থার্ড মাইলের বাসিন্দা। পুজোর সময় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন সকলে। সেখান থেকে আসার সময় কালিম্পঙে দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবোঝাই গাড়িটি একাদশীর দিন রাত ৮ টার সময় পাথরঝোড়া থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল। আচমকা মেল্লি কিরণি নামক এলাকায় অপরদিকে থেকে আসা একটি গাড়ির তীব্র আলোয় নিয়ন্ত্রণ হারায় গাড়িচালক। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। গাড়িতে থাকা চারজনের মৃত্যু হয়েছে। কমল সুব্বা (৪৪), নীতা গুরুং (৫৮), জানুকা দোর্জি (৩৫) ও সামিরা সুব্বা (২০) নামের চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাকি আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

পুজোর মরশুমে রাস্তায় বেড়েছে যানজটের চাপ। এরই মধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের কয়েকটি জেলায় জারি করা হয়েছে লাল থেকে কমলা সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পুজোর আবহে দার্জিলিং, কালিম্পঙ, কার্শিয়াং ও মিরিকের মতো জায়গাগুলিতে পর্যটকদের ভিড় উপচে পড়ছে। এসময়ে আবহাওয়ার পূর্বাভাস জেনে পর্যটকদের সতর্ক হয়ে চলাফেরার নির্দেশ দিয়েছে প্রশাসন।

Advertisement

Advertisement