অন্যদিকে, এবারের গঙ্গাসাগর মেলার অন্যতম আকর্ষণ হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের রেপ্লিকা। প্রতি বছরই গঙ্গাসাগর মেলায় বাংলার বিভিন্ন বিখ্যাত মন্দিরের আদলে রেপ্লিকা তৈরি করা হয়—কালীঘাট, তারাপীঠ, তারকেশ্বর, দক্ষিণেশ্বর থেকে মালদার জহুরা কালী মন্দির—যেগুলি পুণ্যার্থীদের কাছে বিশেষ জনপ্রিয় হয়েছিল। সেই ধারায় ২০২৬ সালের মেলায় প্রধান আকর্ষণ হিসেবে জগন্নাথ দেবের এই রেপ্লিকা তৈরির কাজ শুরু করেছে প্রশাসন। প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর মেলার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে আসার কথা রয়েছে, আর মুখ্যমন্ত্রী আসার আগেই এই রেপ্লিকা সম্পূর্ণ করে ফেলতে চান প্রশাসনিক কর্তারা।
Advertisement
প্রশাসনের আশা, বাংলার অন্যান্য দেবদেবীর মন্দিরের রেপ্লিকার সঙ্গে এবারের এই বিশেষ আকর্ষণও পুণ্যার্থীদের নজর কাড়বে। এদিন সেচমন্ত্রী মানস ভূঁইয়া মুড়িগঙ্গা নদীর পাড়ে কচুবেড়িয়া জেটি, বেণুবন, সমুদ্রসৈকতের ১ নম্বর ঘাট ও সংযোগ রাস্তা-সহ বিভিন্ন ঘাটের প্রস্তুতি খতিয়ে দেখেন। তিনি মুড়িগঙ্গা নদী ও বেণুবনের ড্রেজিংয়ের অগ্রগতি পরীক্ষা করেন এবং শংকরাচার্য আশ্রমের কাছে মাটি ভরাটের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন সেচ দপ্তরের আধিকারিকদের।
Advertisement
Advertisement



