বৃষ্টির জল সংরক্ষণ করলে করে ছাড়

জলের অপচয় রােধে সাধারণ মানুষকে সচেতন করতে আজ শুক্রবার পথ হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তার আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর দেখানাে পথে হেঁটেই শহরবাসীকে জল সংরক্ষণে উৎসাহিত করতে নতুন সিদ্ধান্তের কথা ঘােষণা করল কলকাতা পুরসভা।

Written by SNS New Delhi | July 12, 2019 2:30 pm

মমতা ব্যানার্জী (File Photo: IANS)

জলের অপচয় রােধে সাধারণ মানুষকে সচেতন করতে আজ শুক্রবার পথ হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তার আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর দেখানাে পথে হেঁটেই শহরবাসীকে জল সংরক্ষণে উৎসাহিত করতে নতুন সিদ্ধান্তের কথা ঘােষণা করল কলকাতা পুরসভা।

বৃহস্পতিবার ডেপুটি মেয়র অতীন ঘােষ জানান,রাজ্য সরকারের ‘জল ধরাে, জল ভরাে ’ প্রকল্প মােতাবেক শহরের যে সমস্ত করদাতা বৃষ্টির জল সংরক্ষণ করবেন সম্পত্তি করের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন তাঁরা।তবে এই ছাড়ের রূপরেখা কি হবে,সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ডেপুটি মেয়র অতীন ঘােষের সঙ্গে বৈঠক করেন উত্তর দিল্লি পুরসভার মেয়র অবতার সিং।সংশ্লিষ্ট শহরে এলাকা ভিত্তিক কর ব্যবস্থা কিভাবে লাগু হয়েছে এবং শহরবাসীকে কিভাবে এই কর ব্যবস্থার আওতায় আনা গেছে তার একটি রূপরেখা এদিন কলকাতা পুরসভার আধিকারিকদের জানান তিনি।

ডেপুটি মেয়র অতীন ঘােষের কথায়,স্পেশাল কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই।করদাতাদের আইনি পরামর্শ দেবে এই কমিটি এমনটাও জানান তিনি।