দোলার জয় নিয়ে মুকুলের বিস্ফোরক মন্তব্য,স্বাধিকারভঙ্গের নােটিশ আনছে তৃণমূল

বৃহস্পতিবার রাজ্যসভায় ইএসআই বাের্ডের নির্বাচনে কংগ্রেস, সিপিএমের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।সংসদীয় রীতিতে এই বাের্ডের দাবিদার হল বিরােধীরা।ভােটাভুটিতে দেখা যায় কুড়িটি বাড়তি ভােট পেয়েছেন দোলা সেন।আর এই নিয়েই বিজেপি তৃণমূলের আঁতাতের অভিযােগ তুলেছেন বাম এবং কংগ্রেস বিধায়করা।

Written by SNS New Delhi | July 12, 2019 2:56 pm

বিজেপি নেতা মুকুল রায় (Photo: IANS)

রাজ্যসভায় ইএসআই বাের্ডের নির্বাচনে জয়ী হলেন তৃণমূলের দোলা সেন। বিজেপির ভােটে দোলা সেন জিতেছেন বলে তৃণমুলের বিরুদ্ধে একযােগে সােচ্চার হল কংগ্রেস এবং বামেরা।

বৃহস্পতিবার রাজ্যসভায় ইএসআই বাের্ডের নির্বাচনে কংগ্রেস, সিপিএমের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।সংসদীয় রীতিতে এই বাের্ডের দাবিদার হল বিরােধীরা।ভােটাভুটিতে দেখা যায় কুড়িটি বাড়তি ভােট পেয়েছেন দোলা সেন।আর এই নিয়েই বিজেপি তৃণমূলের আঁতাতের অভিযােগ তুলেছেন বাম এবং কংগ্রেস বিধায়করা।

ইএসআই বাের্ডের সদস্যের প্রথম থেকেই দাবিদার ছিল তৃণমূল কংগ্রেস। এতদিন এই বাের্ডের নির্বাচনে কোনও ভােটাভুটি হত না।ফরওয়ার্ড ব্লকের দেবব্রত বন্দ্যোপাধ্যায় এই কমিটির শীর্ষে ছিলেন।কিন্তু একাধিক দলের প্রার্থী থাকায় শেষ পর্যন্ত ভােটাভুটির পথে যেতে হয়।ভােটাভুটিতে তৃণমূলের দোলা  সেন ৯০টি কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য ৪৬টি এবং বামপ্রার্থী এ আর করিম মাত্র ৯টি ভােট পান।

আর দোলা সেনের এই জয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে বিজেপি নেতা মুকুল রায়।বৃহস্পতিবার তিনি বলেছেন,মমতা বন্দ্যোপাধ্যায় ইএসআই কমিটির নির্বাচন নিয়ে দিল্লিতে এক মন্ত্রীকে ফোন করেছিলেন।বিজেপির ভােটেই দোলা জিতেছেন।আর মুকুলের এই বিতর্কিত মন্তব্য নিয়ে আগামী সপ্তাহে সংসদে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নােটিস আনবে বলে তৃণমূল জানিয়েছে।

অন্যদিকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।বিজেপি নেতা মুকুল রায়ের আনা যাবতীয় অভিযােগ নস্যাৎ করে দিয়েছেন।তিনি জানিয়েছেন,মুখ্যমন্ত্রী  এত দুর্বল নন যে একটা কমিটির নির্বাচনে কাউকে জেতাতে ফোন করবেন। সংসদীয় রাজনীতিতে কমিটিগুলি বিরোধীদের প্রাপ্য।অতএব এ ব্যাপারে তাদের বিরুদ্ধে যাবতীয় অভিযােগ ভিত্তিহীন বলে নস্যাৎ করে দিয়েছেন পরিষদীয় মন্ত্রী।