• facebook
  • twitter
Monday, 2 December, 2024

রেলের উদ্যোগে লায়ন্স ক্লাবের সহযোগিতায় জলসত্র বর্ধমান স্টেশনে

আমিনুর রহমান, বর্ধমান, ২৫ এপ্রিল– প্রচন্ড গরমের দাবদাহে যাত্রীদের কিছুটা হলেও স্বস্তি দিতে এগিয়ে এসেছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন৷ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথভাবে রেল যাত্রীদের পানীয় জল, ও.আর.এস. সহ অন্যান্য সামগ্রী দেবার কাজ চলছে পুরোদমে৷ বর্ধমান স্টেশনেও এবার ওই কর্মসূচি পালন করা হলো৷ এই কাজে সহায়তা করে লায়ন্স ক্লাব অব বর্ধমান৷ দুরপাল্লার ট্রেন গুলোতে এদিন

আমিনুর রহমান, বর্ধমান, ২৫ এপ্রিল– প্রচন্ড গরমের দাবদাহে যাত্রীদের কিছুটা হলেও স্বস্তি দিতে এগিয়ে এসেছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন৷ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথভাবে রেল যাত্রীদের পানীয় জল, ও.আর.এস. সহ অন্যান্য সামগ্রী দেবার কাজ চলছে পুরোদমে৷ বর্ধমান স্টেশনেও এবার ওই কর্মসূচি পালন করা হলো৷ এই কাজে সহায়তা করে লায়ন্স ক্লাব অব বর্ধমান৷ দুরপাল্লার ট্রেন গুলোতে এদিন পানীয় জল, ও.আর.এস., গ্লুকোজ সরবরাহ করা হয়৷ ‘জলসত্র’ কর্মসূচিতে অংশ নেন রেলের বর্ধমান স্টেশনের চিফ কমার্শিয়াল অফিসার বালযোগেশ্বর প্রসাদ৷ মুখ্য ভূমিকা নেন লায়ন্স ক্লাব বর্ধমানের সভাপতি সঞ্জয় কুমার গুপ্তা, সম্পাদক সায়ন ব্যানার্জী, কোষাধ্যক্ষ প্রসেনজিৎ যশ সহ অন্যান্য সদস্যরা৷

পূর্ব রেল সূত্রে জানা গেছে পুরো গরম কাল ধরে তারা ‘সামার মান্থ’ উপলক্ষে যাত্রীদের নানা পরিষেবা দিয়ে চলেছে৷ প্রতিটি ক্ষেত্রে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থারগুলোর সহযোগিতা নেওয়া হচ্ছে৷ বর্ধমান লায়ন্স ক্লাবের কর্মকর্তারা জানান আগামী দিনেও তারা রেলের এই কাজে পাশে থাকবেন৷ আগামী দিনে গরমের আবহাওয়া থাকতে থাকতে জলসত্র খুলে পানীয় জল, ও.আর.এস. দেবেন সাধারণ রেল যাত্রীদের জন্য৷ এছাড়াও লায়ন্স ক্লাব হকারদের জন্য ছাতা দেওয়ার ব্যবস্থাও করবেন বলে জানিয়েছেন সভাপতি৷ এদিকে দুরপাল্লার ট্রেনগুলোতে পানীয় জল, ওয়ারেশ পেয়ে যাত্রীরা খুশি৷ তারা রেল দপ্তর ও লায়ন্স ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন৷