পুঞ্চ মামলায় দুই পাক জঙ্গির স্কেচ প্রকাশ করে ২০ লক্ষ পুরস্কার ঘোষণা সেনার

Written by SNS May 6, 2024 5:39 pm

শ্রীনগর, ৬ মে– জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বায়ুসেনার গাডি়তে ঠিক পুলওয়ামার ধাঁচেই হামলা চালিয়েছে জঙ্গিরা৷ শনিবারের হামলায় গুরুতর জখম হয়েছিলেন বায়ুসেনার এক জওয়ান ভিক্কি পাহাডে়৷ হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃতু্য হয়৷ বায়ুসেনার আরও চার জওয়ান ওই হামলায় জখম হয়েছেন৷ ঘটনার পর পরই গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলস৷
সেই ঘটনার দু’দিনেও জঙ্গি হামলার দায় শিকার করেনি কোনও জঙ্গি সংগঠনই৷ তবে দুই পাকজঙ্গির স্কেচ সামনে এনেছে বায়ুসেনা৷ স্কেচ জারি করে বায়ুসেনার ঘোষণা এই দু’জনকে খুঁজে দিতে পারলে ২০ লাখ টাকার পুরস্কারও দেওয়া হবে৷ মনে করা হচ্ছে, পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে৷ আগে থেকে ওই এলাকায় ঘাপটি মেরে লুকিয়ে ছিল জঙ্গিরা৷ বায়ুসেনার গাডি় ওই এলাকা দিয়ে যাবে এমন খবর তারা আগে থেকেই পেয়েছিল৷ এখানে স্থানীয় কারও মদত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷
মুর্হুমুর্হু ধেয়ে আসতে থাকে গুলি৷ সাবধান হওয়ার আগেই গাডি়র কাচ ঝনঝন করে ভাঙতে থাকে৷ জঙ্গিদের রাইফেল থেকে ছুটে আসা গুলি জওয়ানদের শরীরে বিঁধতে শুরু করে৷ কিন্ত্ত জঙ্গিদের খোঁজ মেলেনি৷ সেনার তরফে জঙ্গিদের মাথার দাম ধরা হয়েছে ২০ লাখ টাকা৷
নিরাপত্তা বাহিুনীর সন্দেহ, আবু হামজা নামে এক বিদেশি জঙ্গির হাত রয়েছে এই হামলার পিছনে৷ তার নেতৃত্বাধীন জঙ্গিরাই এই হামলা চালিয়েছে৷ আবু হামজা এক সময় লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল৷ চলতি বছরের ২২ এপ্রিল রাজৌরি জেলায় মহম্মদ রজ্জাক নামে এক সরকারি কর্মীকে খুন করেছিল জঙ্গিরা৷ সেই হত্যাকাণ্ডেরও মাস্টারমাইন্ডও ছিল আবু হামজা, এমনটাই দাবি নিরাপত্তা বাহিনীর৷ ইতিমধ্যেই হামজাকে আটক করার জন্য, জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে৷ নিরাপত্তা বাহিনীর সন্দেহ, পুঞ্চ এবং রাজৌরি জেলার ঘন জঙ্গল থেকেই জঙ্গি কার্যকলাপ পরিচালনা করে সে৷
পুঞ্চের সুরানকোটে এলাকার সানাই গ্রামে শনিবার ভারতীয় বায়ুসেনার গাডি় লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা৷ বায়ুসেনা সূত্র জানাচ্ছে, কনভয় লক্ষ্য করে প্রায় ২০০টি গুলি চালানো হয়৷ কনভয়ে থাকা শেষ গাডি়টির উইন্ডস্ক্রিন লক্ষ্য করে প্রথম গুলিটি ছুটে এসেছিল পাহাড় চূড়ার দিক থেকে৷ এরপর এলোপাথাডি় গুলি চলতে শুরু করে৷ ১৫ মিনিটের মধ্যে ২০০টিরও বেশি গুলি ছোড়া হয়েছিল৷