বন্ধুর রাজ্য ওড়িশাতে দাঁড়িয়েই ডাবল ইঞ্জিন সরকারের চ্যালেঞ্জ মোদির, দিবাস্বপ্ন, জবাব নবীনের

Written by SNS May 6, 2024 6:16 pm

কটক, ৬ মে– ৬ মে-র জনসভায় দাঁড়িয়ে পুরোনো বন্ধুকে ৬ জুনের চ্যালেঞ্জ জুড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর পুরোনো বন্ধু হলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীর পট্টনায়েক৷ মোদি ও নবীনের বন্ধুত্ব সম্পর্কে রাজনীতিক মহল ভালো মতোই ওয়াকিহাল৷ সেই বন্ধুর রাজ্যে দাঁড়িয়েই ওডি়শায় বিজেপি সরকার গঠনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদি৷ এনডিএ সরকারের দীর্ঘদিনের বন্ধু নবীন পট্টনায়কের বিদায়ের দিন ঘোষণা করে দিলেন রাজ্যে এসে৷ শুধু সরকার গড়ার দাবিই নয় বিদেশে পড়াশোনা করা নবীন পট্টনায়ককে উপহাসের সুরে বলেন, বিজেপি এমন একজনকে মুখ্যমন্ত্রী করবে, যিনি ওডি়য়া ভাষা ও সংস্কৃতিকে বোঝেন৷ নিজেকে প্রভু জগন্নাথের সন্তান বলে মোদি বলেন, বিজু জনতা দলের সরকারে মেয়াদ ফুরোচ্ছে ৪ জুন৷ উল্লেখ্য, লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা ভোটও একসঙ্গে হবে ওডি়শায়৷ এর কিছুক্ষণের মধ্যেই নবীন প্রধানমন্ত্রীর দাবিকে দিবাস্বপ্ন বলে উডি়য়ে দেন৷
ব্রহ্মপুরে এক জনসভায় তিনি বলেন, আজ ৬ মে৷ ৬ জুনের মধ্যে ওডি়শায় বিজেপির মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন এবং ১০ জুন শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে৷ আপনারা লিখে রাখুন, এই প্রথমবার ডাবল ইঞ্জিন সরকার হতে চলেছে ওডি়শায়৷
লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর এই প্রথম ওডি়শায় এলেন মোদি৷ আগামী ১৩ মে থেকে চারদফায় ওডি়শার ২১টি লোকসভা ও ১৪৭টি বিধানসভা আসনে নির্বাচন একসঙ্গে হবে৷
কংগ্রেস এবং বিজু জনতা দলকে নিশানা করে ওডি়শার অনুয়ন্ননকেও হাতিয়ার করেন প্রধানমন্ত্রী৷ বলেন, আমি প্রভু জগন্নাথের সন্তান৷ জগন্নাথদেব কী দেননি এই রাজ্যের জন্য৷ এখানে রয়েছে পর্যাপ্ত জল, খনিজ সম্পদ এবং লম্বা সৈকত৷ কিন্ত্ত কী হয়েছে? রাজ্য ধনী কিন্ত্ত রাজ্যবাসী গরিব৷
মোদি বলেন, স্বাধীনতার পর থেকে প্রথমে কংগ্রেস এবং তারপর থেকে বিজেডি এই রাজ্য শাসন করেছে৷ শাসন করেনি, লুটেছে৷ বিজেডির চুনোপুঁটি নেতাদেরও বিশাল বিশাল বাংলো রয়েছে৷ কীভাবে হল এসব!
এর আগে এনডিএ-র বন্ধু দলনেতা সম্পর্কে প্রধানমন্ত্রীকে এই ভাষাতে আক্রমণ করতে দেখা যায়নি৷ এদিন গঞ্জামেও এক জনসভায় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে বিঁধে মোদি বলেন, কেন তাঁর বিধানসভা কেন্দ্র হিঞ্জিলি থেকে শয়ে শয়ে মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছেন? কেন এখানকার হাসপাতালগুলিতে ডাক্তারদের পদ শূন্য পডে় রয়েছে? বাচ্চারা মাঝপথে স্কুল ছেডে় দিচ্ছে৷