যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী অর্ণব দাম বর্তমানে বর্ধমান জেলা সংশোধনাগারে রয়েছেন। সেখানে পর্যাপ্ত আলোর অভাবে তাঁর পড়াশুনো করতে অসুবিধে হচ্ছে। পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই পাচ্ছেন না পিএইচডি পড়ুয়া অর্ণব। কারণ বর্ধমান সংশোধনাগারে ঠিকঠাক লাইব্রেরিই নেই। সংশোধনাগার পরিদর্শনের পর এমনটাই অভিযোগ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির। সংশোধনাগারে বন্দি অবস্থায় ইতিহাস নিয়ে গবেষণার সুযোগ পেয়েছেন মাওবাদী নেতা অর্ণব দাম। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বলে সেখানকারই সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। তবে কারা কর্তৃপক্ষ পড়াশুনোর ব্যাপারে তাঁকে সাহায্য করছে বলে জানান সমিতির সদস্য জয়শ্রী পাল।তাঁর সঙ্গে আরও দুই রাজনৈতিক বন্দি ধৃতিরঞ্জন মাহাতো এবং চুনারাম বাস্কে পুষ্টিকর খাবার পাচ্ছেন না বলেও অভিযোগ। ।