কিষান সম্মান নিধি প্রকল্প এর কৃষকরা সুবিধা পাওয়া শুরু করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পৌঁছে যাচ্ছে কৃষকদের কাছে। আর সেই শুভেচছা বার্তা কৃষকদের হাতে তুলে দিচ্ছেন ব্লক কৃষি দপ্তরের আধিকারিকরা।
শুক্রবার এমনই শুভেচ্ছাবার্তা তুলে দেওয়া হলাে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাই কৃষি দফতরের অফিস থেকে। যে সব কৃষকের একাউন্টে কেন্দ্রের কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা শুক্রবার ঢুকেছে সেই সব কৃষকদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানাে শুভেচ্ছা বার্তা কৃষি দফতরের আধিকারিকরা তুলে দেন।
Advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক সম্মান নিধি প্রকল্পে টাকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী কে চিঠি লিখে ছিলেন। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর কৃষকদের একাউন্টে টাকা দেওয়ার জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন।
Advertisement
তাই শুক্রবার কৃষকদের একাউন্টে টাকা দিয়েছে কেন্দ্র সরকার। যার ফলে এই রাজ্যের কৃষকেরা বিশেষভাবে উপকৃত হবেন বলে কৃষকেরা জানান। তাই একাউন্টে টাকা ঢােকার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পেয়ে খুশি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক ব্লকের কৃষকেরা। তারা কৃষক সম্মান নিধি প্রকল্পে টাকা পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
Advertisement



