• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

ফুসলিয়ে কিশােরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, গ্রেফতার যুবক

তেরাে বছরের নাবালিকাকে ফুসলিয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযােগে গ্রেফতার হল এক যুবক। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায়।

প্রতিকি ছবি (File Photo: iStock)

তেরাে বছরের নাবালিকাকে ফুসলিয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযােগে গ্রেফতার হল এক যুবক। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায়। ধৃত যুবকের নাম সম্রাট ঘােষাল। তার বাড়ি আদ্রায়।

সােমবার তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তােলা হলে তিন দিনের পুলিশি হেফাজত হয়। পুলিশ সূত্রে জানা গেছে রবিবার রাতে রঘুনাথপুর থানার মহুলা মােড়ে রাতে ওই কিশােরী ও তার নয় বছরের বােন তার বাবার মুরগীর দোকানে বসেছিল।

Advertisement

তার বাবা এই সময় ব্যবসার কাজে পাশ্ববর্তী আনাড়ায় যান। সে সময় অভিযুক্ত এসে দুই বােনকে জানায় তার বাবার দুর্ঘটনা ঘটেছে। এরপর বড়বােনকে সে তার বাবার সঙ্গে দেখা করবার নামে নিজের মােটর বাইকে বসায়। একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার ওই কিশােরীকে ছুরি দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযােগ।

Advertisement

এরপর আবার তাকে বাইকে বসিয়ে নিয়ে যাবার সময় কিশােরীটি চিৎকার করলে এলাকার মানুষ যুবকটিকে ধরে ফেলে। পরে কিশােরীর বাবার অভিযােগের ভিত্তিতে গ্রেফতার হয় সম্রাট।

Advertisement