নিয়ম মাফিক আগামী বছর সিপিএমের পার্টি কংগ্রেসে পলিটব্যুরো থেকে বিদায় নেবেন সাতজন নেতা-নেত্রী। অর্থাৎ, আগামী এপ্রিলে সর্বভারতীয় স্তরে সিপিএমে তরুণ মুখ দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। বাংলাতেও সিপিএম তরুণ প্রজন্মের নেতানেত্রীদের গুরুত্ব দিতে এই নির্দেশিকা জারি করে আলিমুদ্দিন স্ট্রিট।
Advertisement
২০২৫ এর ২ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত তামিলনাড়ুর মাদুরাইতে সিপিএমের পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে। তার আগে পশ্চিমবঙ্গে শাখা কমিটির সম্মেলন ৩১ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। ৭ ডিসেম্বরের মধ্যে এরিয়া কমিটির সম্মেলন শেষ করতে হবে। জেলা কমিটির সম্মেলন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ৩১ জানুয়ারির মধ্যে হবে। রাজ্য সম্মেলন হবে ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি। তবে বিশেষ কারণে বদল ঘটতে পারে সম্মেলনের দিনক্ষণ।
Advertisement
Advertisement



