নিজস্ব সংবাদদাতা, কোচবিহার – বাজ পড়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। রবিবার দিনহাটার গীতালদহের খারিজা হরিদাস সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় এস ইন্দ্র সিং (৫৮) নামে এই বিএসএফ জওয়ানের মৃত্যু হয়।
বিএসএফ সূত্রে জানা গেছে, এদিন ভোরের দিকে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় মাথায় বাজ পড়ে ৯০ নং ব্যাটেলিয়ানের এই জওয়ানের মৃত্যু হয়। তার বাড়ি মণিপুরে। খবর পেয়ে এদিন বিএসএফের ডিআইজি জি এস ধালিয়াল ঘটনাস্থলে পৌঁছে মৃত জওয়ানের খোঁজখবর নেন।
Advertisement
Advertisement
Advertisement



