• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গড়িয়া ঢালুয়া অঞ্চলে বােমাবাজি

দুষ্কৃতীদের বােমাবাজিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, বােমার টুকরাে জানালাতে পড়ায় জনৈক এলাকাবাসীর ঘরের জানালা ভেঙে যায়।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: IANS)

সােমবার ভােরে গড়িয়ার ঢালুয়া তালতলা অঞ্চলে কিছু দুষ্কৃতীদের বােমাবাজিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, বােমার টুকরাে জানালাতে পড়ায় জনৈক এলাকাবাসীর ঘরের জানালা ভেঙে যায়। এ বিষয়ে পুলিশের প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

স্থানীয় সুত্রে জানা গেল, হাদু বাপ্পা নামে দুষ্কৃতীরা ঐ অঞ্চলে দীর্ঘ দিন ধরে বেআইনী ভাবে মদ গাজার ব্যবসা করছিল। এই ব্যবসার জন্য এলাকার শান্তি বিঘ্নিত হওয়ায় স্থানীয় জন প্রতিনিধি নরেন্দ্রপুর থানাতে জানালেও সমস্যার সুরাহা হয়নি। সুতীদের নিজেদের মধ্যে গন্ডগােল নাকি অন্য কোনও কারণে বােমাবাজি এলাকার মানুষ বুঝতে পারছেন না। বড় রাস্তা অলি গলিতে বােমার টুকরাে। চিন্তিত এলাকাবাসী।

Advertisement

Advertisement

Advertisement